বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

চা বাগানের অব্যবহৃত জমি পর্যটন ক্ষেত্রে ব্যবহার নিয়ে গুজব ছড়াচ্ছে ‘ভূতুড়ে দল’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চা বাগানের অব্যবহৃত জমির ৩০ শতাংশ পর্যটন ক্ষেত্রে ব্যবহারের নীতি নির্ধারণ করেছে নবান্ন। এই সিদ্ধান্তের অপব্যাখ্যাসহ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে তাঁর সাফ কথা, যে জায়গায় চা চাষ হয় কোনও অবস্থাতেই সেই জমিতে হাত দেওয়া হবে না। চা চাষের সঙ্গে কোনওরকম আপস নয়। চা বাগান সম্পর্কে কিছু না বুঝেই গুজব ছড়াচ্ছে একটি ভূতুড়ে রাজনৈতিক দল। এই গুজবে কেউ কান দেবেন না।
প্রসঙ্গত, কিছুদিন আগে রাজ্যের সিদ্ধান্তের বিরোধিতা করে উত্তরবঙ্গে মিছিল করেছিল বিজেপি। রাজ্যের এই নয়া নীতির পরিষ্কার ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, চা বাগান এবং আদিবাসীদের জমিরক্ষার ক্ষেত্রে রাজ্য সরকার যথেষ্ট সক্রিয়। ফলে চা চাষের জমি ফ্রি হোল্ড হিসেবে দেওয়ার কোনও প্রশ্নই নেই। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চা বাগানের অব্যবহৃত জমির ৩০ শতাংশ জমি পর্যটন ক্ষেত্রে ব্যবহার করার ছাড়পত্র দেওয়ার জন্য মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি আছে। সমস্ত দিক খতিয়ে দেখে তবেই তার ছাড়পত্র দেওয়া হয়।
এছাড়া রুগ্ন ছ’টি চা বাগানের অব্যবহৃত জমি অন্য কাজে ব্যবহারের জন্য লিজ দিতে এদিন ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। এগুলি প্রায় বন্ধই। প্রথমে তিনবছরের জন্য লিজ দেওয়া হল। পরে তার মেয়াদ বাড়িয়ে ৩০ বছর করা হতে পারে। আবার, জলপাইগুড়ির চাঙমারিতে স্থায়ী ফাঁড়ি তৈরির জন্য বিএসএফকে চা বাগানের অব্যবহৃত দু’একর জমি প্রদানের ছাড়পত্র দিল মন্ত্রিসভা।
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা