বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

ওভারহেড তার ছিঁড়ে বন্ধ ট্রেন, দুর্ভোগ,   আড়াই ঘণ্টা পরিষেবা ব্যাহত হাওড়া-ব‍্যান্ডেল শাখায়

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: একই সময় পরপর দু’টি   লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বড়সড় বিপত্তি। ছিঁড়ল দু’টি লাইনের ওভারহেড তারও। তা মেরামত করতে প্রায় দু’ঘণ্টা বন্ধ রাখা হল বিদ্যুৎ সরবরাহ। স্তব্ধ হয়ে গেল ট্রেন চলাচল। সবমিলিয়ে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকল হাওড়া-বর্ধমান, হাওড়া-ব্যান্ডেল, ব্যান্ডেল -কাটোয়া ও নৈহাটি এই চার শাখার লোকাল ট্রেন। 
বৃহস্পতিবার সকালবেলা অফিস ও স্কুল টাইমে এই ঘটনার জেরে অফিস, স্কুল, কলেজ যাত্রীদের তীব্র ভোগান্তির মুখে পড়তে হয়েছে। মোট ২৩টি লোকাল ট্রেন বাতিল হয়। অনেকে অফিস পৌঁছতেই পারেননি। সওয়া ১১টার পর ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। তার আগে বহু মানুষকে অতিরিক্ত টাকা খরচ করে গাড়ি ভাড়া করে যেতে হয়েছে গন্তব্যে।
চূড়ান্ত ভোগান্তিতে নাকাল নিত্যযাত্রীরা রেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। লোকাল ট্রেন হুগলির লাইফ লাইন। অভিযোগ, এই গুরুত্বপূর্ণ লাইনে গত ছ’মাসে হুগলির বিভিন্ন এলাকায় প্যান্টোগ্রাফ ভেঙেছে। ওভারহেডের তার ছিঁড়েছে। সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে এই লাইফলাইন। ক্ষোভের আবহে এদিন দুপুরের পর ব্যান্ডেল স্টেশনে টিকিট পেতে দেরি হওয়ার অভিযোগ তুলে দুই যাত্রী টিকিট কাউন্টার ভেঙে রেলকর্মীদের উপর হামলা চালান। কাউন্টার ভাঙচুর করেন। আরপিএফ বাধা দিতে এলে তাঁরা তাঁদের উপরও চড়াও হন। এই ঘটনায় তীব্র বিশৃঙ্খলা তৈরি হয়। ওই দুই যাত্রী জখমও হন। পরে দু’জনকে রেল পুলিস গ্রেপ্তার করে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, যাত্রী দু’জন টিকিট পেতে দেরি হওয়ার অভিযোগ এবং রেলের সার্বিক পরিষেবার ত্রুটি-বিচ্যুতি তুলে ধরে রেলকর্মীদের সঙ্গে বচসায় জড়ান। তারপরই হামলার ঘটনা ঘটে। রেল কর্তৃপক্ষ অবশ্য এই ঘটনাকে মদ্যপদের হামলা বলে দাবি করেছে। পাশাপাশি বিবৃতি দিয়ে ব্যান্ডেল লোকাল ও ডাউন বর্ধমান লোকালের প্যান্টোগ্রাফ ভাঙার ফলে সমস্যা হওয়ার কথা স্বীকার করেছে। রেল জানিয়েছে, ‘সওয়া আটটা নাগাদ সমস্যা হয়েছিল। ১১টা সাত মিনিটে এই শাখার পরিবেষা স্বাভাবিক হয়েছে।’ 
তবে রেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে নিত্যযাত্রী সন্তোষী সরকার, পূর্ণিমা রায়-রা বলেন, ‘বেসরকারি সংস্থায় কাজ করি। যা পরিস্থিতি তাতে ট্রেনে চড়লে আর কাজ টিকিয়ে রাখা যাবে না।’  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আটটা আটের ব্যান্ডেল লোকাল দু’নম্বর প্ল্যাটফর্ম ছাড়ার মুখেই প্যান্টোগ্রাফ ভেঙে ওভারহেডের তার ছিঁড়ে পড়ে। একই সময় তিন নম্বর প্ল্যাটফর্মে হাওড়াগামী বর্ধমান (মেন) লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে তার ছিঁড়ে যায়। দ্রুত ট্রেন দাঁড়িয়ে যায় সমস্ত স্টেশনে। অফিস টাইমে এই ঘটনায় সঠিক সময় ট্রেন পাওয়া নিয়ে যাত্রীরা শঙ্কিত হয়ে পড়েন। সময় যত গড়ায় সমস্যা তত বৃদ্ধি পায়। এদিন কার্যত নরকযন্ত্রণা ভুগতে হয়েছে যাত্রীদের। এদিন রাত পর্যন্ত অধিকাংশ ট্রেন ৩০ মিনিট দেরিতে চলেছে বলে খবর।
12h 12m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা