বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

আরও বড় জয় ছাব্বিশে: মমতা 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাব্বিশের নির্বাচনের রণডঙ্কা বাজিয়ে দিল তৃণমূল। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একসুরে ঘোষণা করলেন, এবার লক্ষ্য ২১৫’র বেশি আসনে জয়। এই ‘বড় জয়ের’ লক্ষ্যে চার ফর্মুলায় লড়াইয়ের রণকৌশল জানিয়ে দিয়েছেন বাংলার অগ্নিকন্যা। ১) আসল খেলা ভোটার লিস্ট। তাই ভুয়ো ভোটারের দিকে কড়া নজর রাখতে হবে। ২) মানুষের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপন। ৩) সংগঠনকে শক্তিশালী করা। নজর রাখতে হবে বহিরাগত কেউ এলাকায় ঢুকছে কি না। ৪) খেলা চার, বিজেপির হবে হার। অর্থাৎ বক্তব্য স্পষ্ট, ভোটের বছর খানেক বাকি আর। এখন থেকেই কোমর বেঁধে নামার নির্দেশ জারি হয়ে গেল সভামঞ্চে। সেনাপতি অভিষেকও বলে দিলেন, ‘বিরোধীদের এক ছটাক জমি ছাড়া হবে না।’
সব ঠিকঠাক থাকলে আগামী বছর ফেব্রুয়ারি মাস নাগাদ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার কথা। সেই প্রেক্ষিতে এক বছর আগে ফেব্রুয়ারির শেষ লগ্নে নির্বাচনী প্রস্তুতিতে নেমে পড়ল বাংলার শাসক দল। গত ১০ ফেব্রুয়ারি দলের বিধায়কদের নিয়ে বৈঠকে মমতা দৃপ্তকণ্ঠে বলেছিলেন, ‘২০২৬ সালে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে আমরাই বাংলার ক্ষমতায় ফিরব।’ সেই সূত্র ধরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সর্বস্তরের কর্মীদের নিয়ে বিশেষ অধিবেশনে নেত্রীর ঘোষণা, ‘২১৫ বিধানসভা আসন পার করব। তার থেকে বেশি হবে, কম হবে না।’ ঠিক তার কয়েক মিনিট আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘রাজ্যের ২৯৪টি বিধানসভার মধ্যে দুই-তৃতীয়াংশ মানে ১৯৫ বা ১৯৬ আসন হয়। ২০২১ সালে আমরা ২১৪ আসন পেয়েছিলাম। লক্ষ্যে অবিচল থেকে সেই মাপকাঠি পেরিয়ে আমরা ২১৫’র থেকে বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করব। আপনারা তৈরি তো?’ ভরা নেতাজি ইন্ডোর সিংহগর্জনে প্রত্যুত্তর দেয়, ‘তৈরি আমরা। আজ থেকেই প্রস্তুতি শুরু।’ 
গতবার বাংলায় ভোট প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আওয়াজ তুলেছিলেন, ‘অব কি বার ২০০ পার’। আর এই মঞ্চ থেকেই নাম না করে শাহকে খোঁচ দিয়ে মমতা বললেন, ‘বাংলায় ২০০ পার, দিল্লিতে ৪০০ পার একজন নেতা বলেছিলেন। ইসবার তৃণমূল কী করবে দেখুন! আর অভিষেক ২১৫ সংখ্যাটা সঠিক বলেছে। তার থেকে বেশি আসনে জয়ী হয়ে বিজেপি, সিপিএম, কংগ্রেসের জামানত জব্দ করব।’ অভিষেকের সংযোজন, ‘আগের ভোটে বিজেপিকে গোহারা হারিয়েছি। এবারও ভোটের প্রস্তুতিতে কোনও শিথিলতা নয়। সর্বস্তরের কর্মীদের নামতে হবে। এতটুকু জমি ছাড়া হবে না।’ তবে এই প্রসঙ্গে দলের কাউন্সিলার এবং পঞ্চায়েত প্রধান-উপপ্রধানদের সতর্ক করে দিয়েছেন নেত্রী। স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, দলের ঊর্ধ্বে কেউ নয়। কারও কারও ফুলেফেঁপে ওঠাকে মোটেও পছন্দ করছেন না তিনি। তাদের ছেঁটে ফেলতে সময় লাগবে না তাঁর।
এখন তৃণমূলের বিধায়ক সংখ্যা ২২০। এছাড়াও রয়েছেন দলবদলু ৫ জন বিধায়ক। ফলে সংখ্যাটা ২২৫। স্বাভাবিকভাবেই নেত্রীর তরফে ছাব্বিশের ভোটবার্তা আসার পর গোটা তৃণমূল শিবির উজ্জীবিত। সর্বস্তরের কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে ভোট বৈতরণী পার করার শপথ নিয়েছেন নেতাজি ইন্ডোর থেকে। সেই সূত্রেই ইন্ডোরের ভিতরে এক কর্মী যখন ‘খেলা হবে’ আওয়াজ তুললেন, সঙ্গে সঙ্গে ‘ভোটের বল’ বাড়িয়ে দিলেন মমতা। বললেন, ‘২০২৬ সালে বলটা একটু জোরে মারতে হবে।’ 
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা