বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

দলনেত্রীর বার্তা পেয়েই ভুয়ো ভোটার চিহ্নিত করতে জোর প্রস্তুতি তৃণমূলে

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: লক্ষ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচন। চতুর্থবারের জন্য বাংলার মসনদ দখলে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস। বহিরাগত ভুয়ো ভোটারদের চিহ্নিত করে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির পাশাপাশি দলীয় কর্মীদের নির্বাচনী লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূলের নেতাজি ইন্ডোরে কর্মী সম্মেলনে দলনেত্রী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তা পেতেই এবার সংগঠন নিয়ে ঝাঁপাতে মরিয়া হাওড়া জেলা তৃণমূল নেতৃত্ব। টাউন, ব্লক ও অঞ্চলে বুথ ধরে ধরে ভুয়ো ভোটারদের চিহ্নিত করতে পরিকল্পনা সাজাচ্ছে জেলা নেতৃত্ব। 
হরিয়ানা, গুজরাত, উত্তরপ্রদেশ, রাজস্থানের মতো জায়গার বাসিন্দাদের তথ্য ব্যবহার করে এরাজ্যের বিভিন্ন জেলায় ভুয়ো ভোটার তালিকা তৈরি করা হচ্ছে। এদিনের কর্মী সম্মেলনে সেই তালিকা উল্লেখ করে দলীয় কর্মীদের সতর্ক করেছেন তৃণমূল সুপ্রিমো। তাই ভুয়ো ভোটারদের চিহ্নিত করতে সংগঠনের প্রতিটি স্তরের কর্মীদের বাড়তি দায়িত্ব দিতে চলেছে হাওড়া জেলা তৃণমূল নেতৃত্ব। ২০১১ সাল থেকে পরপর তিনবার মধ্য হাওড়ার বিধায়ক ও মন্ত্রিত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে জেলার সংগঠনকে নিজের হাতে সাজিয়েছেন অরূপ রায়। স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবিতে চলতি মাসেই মধ্য হাওড়া তৃণমূলের তরফে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। বিজেপির চক্রান্ত এই জেলায় কাজে দেবে না বলে চ্যালেঞ্জ ছুড়েছেন মন্ত্রী। অরূপবাবু বলেন, ‘অনলাইনে বিজেপির ভুয়ো ভোটার লিস্ট তৈরির কারসাজি কাজে দেবে না। ব্লক, টাউনের সভাপতি থেকে শুরু করে প্রত্যেক কর্মীকে ভুয়ো ভোটার চিহ্নিত করতে মাঠে নামানো হবে। দলনেত্রীর নির্দেশে সবস্তরের নেতৃত্বকে সঙ্গে নিয়ে ছাব্বিশে ফের লক্ষ্যভেদ করব আমরা।’
গ্রামীণ স্তরে ভুয়ো ভোটার চিহ্নিত করতে ঘুঁটি সাজাতে প্রস্তুত জেলা সভাপতিও। ডোমজুড়ের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষ বলেন, ‘ব্লক থেকে শুরু করে অঞ্চল, বুথ ধরে ধরে আমাদের কর্মীরা ভুয়ো ভোটার চিহ্নিত করবেন। পাশাপাশি জেলার সংগঠনকে আরও মজবুত করতেও কর্মীদের সঙ্গে নিয়ে বৈঠকে বসা হবে।’ স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার কাজে যুব তৃণমূলকে বিশেষ কাজে লাগাতে চায় জেলা নেতৃত্ব। জেলা যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র বলেন, ‘দলনেত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশে আমাদের লক্ষ্য প্রস্তুত। টাউন ও ব্লকের যুব সভাপতিদের বাড়তি দায়িত্ব দেওয়া হবে।’
12h 12m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা