বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বামেদের ডাকে অ্যাপ ক্যাবের ‘অফলাইন ডে’, ভাড়া বৃদ্ধির দাবি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুপুর সাড়ে তিনটে নাগাদ শিয়ালদহ থেকে বাইপাসে যাবেন বলে অ্যাপ ক্যাব বুক করছিলেন এক ব্যক্তি। ভাড়া দেখাল ২৭০ টাকা। তাও গাড়ি পেতে তাঁর কালঘাম ছুটল। তাঁর মতো অধিকাংশ মানুষের বক্তব্য, ‘সারাদিন অ্যাপ খুললে উপরে লেখা দেখিয়েছে, উচ্চ চাহিদার জন্য ভাড়া সামান্য বেশি। কিন্তু সামান্য কোথায়, বেশ ভালোই তো বেশি।’ বৃদ্ধির কারণ কী? কারণ ‘অফলাইন ডে’। বৃহস্পতিবার বাম শ্রমিক সংগঠন সমর্থিত অ্যাপ ক্যাব ইউনিয়ন অফলাইন ডে’র ডাক দিয়েছিল। তার জেরে সকাল থেকে ভোগান্তিতে পড়তে হয়েছে বলে শহরবাসীকে। কোথাও তাড়াতড়ি যাওয়ার জন্য বা অসুস্থ মানুষকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে শহর এবং শহরতলির মানুষের অন্যতম ভরসা অ্যাপ ক্যাব। সেই পরিষেবা এদিন মুখ থুবড়ে পড়ায় সমস্যায় পড়েন অনেকে। ওলা, উবর অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভারস ইউনিয়নের সভাপতি ইন্দ্রজিত্ ঘোষ বলেন, ‘এগ্রিকেটর আইন অনুযায়ী অ্যাপ ক্যাবের ভাড়া প্রতিবছর রাজ্য সরকারকে ঘোষণা করতে হবে।’ তাঁর আরও দাবি, প্রতি কিলোমিটারে নন এসিতে ২৫ ও এসিতে ৩০ টাকা ন্যূনতম ভাড়া ঘোষণা করতে হবে। বাইক ট্যাক্সির ক্ষেত্রে করতে হবে প্রতি কিলোমিটার ১২ টাকা। এর পাশাপাশি ইউনিয়নের বক্তব্য, অনেকের লোন রয়েছে। তাই বহু বাইক ট্যাক্সিতে হলুদ নম্বর প্লেট দেওয়া হচ্ছে না। এ সমস্যা মেটাতে হবে। এবং শহরের পাম্পগুলিতে পর্যাপ্ত সিএনজি রাখার দাবি তুলেছে ইউনিয়ন। পাশাপাশি ভিএলটিডি ট্র্যাকিং ডিভাইসের কার্যকারিতা নিয়ে এদিন প্রশ্ন তুলেছেন চালকরা। যদিও সাধারণ যাত্রীদের বক্তব্য, ‘গাড়ি বুক করলে বেশিরভাগ চালক নির্ধারিত ভাড়ার থেকে ৪০-৫০ টাকা বেশি চান। মাঝে মধ্যেই বুকিং ক্যান্সেল করে সফর করতে বলেন।’ সোমক বসু নামে গড়িয়ার এক বাসিন্দা বলেন, ‘ভাড়া বাড়ানোর দাবি আলাদা করে কেন করা হচ্ছে।? ওঁরা তো নিজের থেকেই টাকা বাড়িয়ে দেন। বাইক চালকরা ২০-৩০ টাকা বেশি চান।’ শ্রীতমা বসু নামে এক যাত্রী এদিন বলেন, ‘বালিগঞ্জে মিটিং ছিল। দেরি হয়ে গিয়েছে। গাড়ি ২০০ টাকা চাইছে। তাও পাচ্ছি না। শেষে বাইক বুক করলাম। ২০ টাকা বেশি চাইছে।’ তাঁর মতো এদিন সকাল থেকে ক্যাব পেতে সমস্যা হয়েছে অনেকের। তবে বাইক ট্যাক্সি মিলেছে বলে জানান অনেকে। অ্যাপ ক্যাব সংগঠনের নেতা দেবাশিস পাল বলেছেন, ‘শহরজুড়ে মোটামুটি তিন হাজার ক্যাব আর ৭০০ বাইক বন্ধ আছে। প্রতিদিন সাড়ে চার থেকে পাঁচ হাজার ক্যাব শহরে চলে। প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ গাড়ির চালক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন।’ এদিন দুপুরে রামলীলা ময়দান থেকে চালকরা মিছিল করে ধর্মতলায় আসেন। অবস্থান করেন। বাম নেতাদের বক্তব্য, দাবি না মানলে বৃহত্তর আন্দোলন হবে।  -নিজস্ব চিত্র
12h 12m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা