বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

ছুটির দিনে অনুশীলনে মগ্ন শুভমান, দলকে তরতাজা রাখাই লক্ষ্য গম্ভীরের, মাছ ধরলেন সামি

দুবাই: জোড়া জয়ে শেষ চারের টিকিট আগেই নিশ্চিত হয়েছে ভারতের। স্বভাবতই ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচ। তার আগে হাতে অনেকটা সময়। ফলে অনুশীলন নিয়ে কড়াকড়ি নেই কোচ গৌতম গম্ভীরের। একদিন প্র্যাকটিস, পরের দিন বিশ্রাম। এই ফর্মুলাতেই চলছে টিম ইন্ডিয়া। নক-আউটের আগে কোহলি, রাহুলদের আরও তরতাজা রাখাই লক্ষ্য। কারণ, মঙ্গলবার প্রথম সেমি-ফাইনালে খেলবে ভারতীয় দল। তিন দিনের মধ্যে দু’টি হাই-ভোল্টেজ ম্যাচ। সেকথাও মাথায় রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
পাকিস্তান বধের পর ভারতীয় ক্রিকেটাররা ডানা মেলে উড়ছেন। কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজাদের দেখা যাচ্ছে দুবাইয়ে ঘুরে বেড়াতে। মহম্মদ সামি  মৎস্য শিকারে ব্যস্ত। সেই ছবি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ কমেন্ট করেছেন, ‘সামি এভাবেই কিউয়ি ব্যাটসম্যানদেরও শিকার করবেন।’ তবে গত ম্যাচে বল করতে গিয়ে সমস্যা হয়েছিল ভারতীয় পেস তারকার। ফিটনেস ইস্যু রয়েছে। নিউজিল্যান্ড ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেক্ষেত্রে অর্শদীপ সিংকে দেখে নিতে পারবেন কোচ গৌতম গম্ভীর। একই সঙ্গে রোহিত শর্মার হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও চলছে গুঞ্জন। বুধবার আইসিসি’র অ্যাকাডেমি গ্রাউন্ডে হাজির থাকলেও প্র্যাকটিস করেননি তিনি। তা দেখে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, রোহিত হয়তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঞ্চে বসবেন। সেক্ষেত্রে অধিনায়কের দায়িত্ব সামলাতে হবে শুভমান গিলকে। সহ-অধিনায়ক হিসেবে তিনি সফল। প্রত্যাশার প্রবল চাপ উপেক্ষা করে দলকে ভরসা জোগাচ্ছেন ধারাবাহিকভাবে। গতকাল প্র্যাকটিসে আসেননি। কিন্তু বৃহস্পতিবার একাই অনুশীলন সেরেছেন। 
পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানোর পর ফের প্রচারের আলোয় বিরাট কোহলি। তবে উচ্ছ্বাসে ভাসতে রাজি নন ভিকে। তিনি জানেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ হলে ফের সমালোচকরা ময়দানে নেমে পড়বেন। তাছাড়া কিউয়ি ব্রিগেডে তিন স্পিনার মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল ও গ্লেন ফিলিপস ছন্দে আছেন। সম্প্রতি স্পিনের বিরুদ্ধে কোহলির দুর্বলতা ধরা পড়েছে। পাক ম্যাচে সেভাবে তাঁকে পরীক্ষার মুখে পড়তে হয়নি। তাই নিউজিল্যান্ডের স্পিনারদের মোকাবিলার জন্য নিজেকে তৈরি রাখছেন কোহলি। অনুশীলনে তাই স্পিনারদের বিরুদ্ধে বেশি সময় ব্যয় করছেন তিনি। 
এদিকে, ভারত অধিনায়ক রোহিত শর্মাকে প্রশংসায় ভরিয়েছেন শিখর ধাওয়ান। প্রাক্তন এই ভারতীয় ওপেনার বলেন, ‘রোহিত অভিজ্ঞ ক্রিকেটার। অধিনায়ক হিসেবেও সফল। দলকে সঠিক দিশা দেখাচ্ছে। আমার বিশ্বাস, টি-২০ বিশ্বকাপের পর ওর নেতৃত্বে ভারত এবার চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতবে।’
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা