বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

কিউয়ি বধের প্রস্তুতি শুরু ভারতের

দুবাই: মাথায় নীল ক্যাপ। টিশার্ট ও হাফ প্যান্ট পরে ফুটপাথে হাঁটছেন রোহিত শর্মা। সঙ্গে ফিল্ডিং কোচ টি দিলীপ। কোনও নিরাপত্তারক্ষী নেই আশেপাশে। ভারত অধিনায়ককে সামনে দেখে মোবাইলে ভিডিও করছেন অনেকে। আকুল ভক্তদের ভিড় ঠেলেই গাড়িতে উঠতে হল তাঁকে। সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। রোহিতের বডিল্যাঙ্গুয়েজে স্পষ্ট যে, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত হওয়ার পর রীতিমতো খোশমেজাজে রয়েছেন তিনি। 
বাংলাদেশ ও পাকিস্তানকে দাপটে হারানোর পর ভারতীয় শিবিরে যথার্থ অর্থেই ফুরফুরে মেজাজ। দু’দিন বিশ্রাম দেওয়া হয়েছিল ক্রিকেটারদের। ‘এ’ গ্রুপে ভারতের শেষ ম্যাচ রবিবার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচকে সেমি-ফাইনালের ড্রেস রিহার্সাল হিসেবে দেখছেন কোচ গম্ভীর। সেই প্রস্তুতি বুধবারই শুরু হল। রোহিত ছাড়াও হাজির ছিলেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, ঋষভ পন্থ, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন  সুন্দর, অর্শদীপ সিংরা। আইসিসি অ্যাকাডেমির নেটে দীর্ঘক্ষণ ঘাম ঝরান তাঁরা। পাকিস্তান ম্যাচের আগে জ্বর হয়েছিল পন্থের। তিনি যে সুস্থ হয়ে উঠেছেন, তা এদিনের নেট সেশনেই পরিষ্কার। শোনা যাচ্ছে, কিউয়িদের বিরুদ্ধে পন্থ ছাড়াও বরুণ, অর্শদীপদের দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট। উল্লেখ্য, আগামী মঙ্গলবার দুবাইয়ে সেমি-ফাইনাল খেলবে ভারত। তার আগে নিউজিল্যান্ড ম্যাচে সবাইকে পরখ করে নেওয়ার সুযোগ রয়েছে।
এদিকে, ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন বোলিং কোচ মর্নি মর্কেল। বাবার মৃত্যুর জন্য ১৭ ফেব্রুয়ারি দুবাই থেকে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। বুধবার মর্কেলকে দেখা গেল টিম ইন্ডিয়ার অনুশীলনে। 
এরমধ্যে ভারতীয় ক্রিকেটারদের কিছু মজার উত্তর নিয়ে নেটদুনিয়ায় চলছে চর্চা। হার্দিকের একটা জবাব চমকে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের। অলরাউন্ডার সাধারণত ইংরাজি গান শুনতেই ভালোবাসেন। কিন্তু মোবাইলে সবচেয়ে বেশি কোন গান শোনেন তিনি? প্রশ্নের উত্তরে হনুমান চালিশার কথা জানিয়েছেন হার্দিক। রবীন্দ্র জাদেজার ফেভারিট গান হল ‘আঁখিও কে ঝরোখো সে’। শ্রেয়স আয়ারের ক্ষেত্রে তা ‘যো তুম না হো’। মহম্মদ সামি আবার অরিজিৎ সিংয়ের গানের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন। এছা‌ড়া, ফোনের ওয়ালপেপারে কোন ছবি রয়েছে, শেষ কোন নম্বরে তাঁরা কল করেছেন, শেষ ফটো কোনটা ক্লিক করেছেন, এমন সব প্রশ্ন রাখা হয় হার্দিক, জাদেজাদের সামনে।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা