বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

ইপিএলে জয়ে ফিরল ম্যান সিটি ও ইউনাইটেড

লন্ডন: প্রিমিয়ার লিগে জয় পেল ম্যাঞ্চেস্টার সিটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বিদায়ের পর গত ম্যাচে লিভারপুলের কাছে হেরে লিগ টেবিলে প্রথম চারে থাকার পথ কঠিন করে তুলেছিল পেপ গুয়ার্দিওলা ব্রিগেড। তবে বুধবার অ্যাওয়ে ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে জয় আপাতত স্বস্তি জোগাবে সিটিজেনদের। চোট সারিয়ে দলে ফিরেই স্কোরশিটে নাম তুললেন আর্লিং হালান্ড। ম্যাচের ১২ মিনিটে তাঁর একমাত্র গোলে ভর করে মূল্যবান তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল নীল ম্যাঞ্চেস্টার। শনিবার এফএ কাপের লড়াইয়ে নামার আগে এই জয় অবশ্যই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে ম্যান সিটিকে। এই জয়ের সুবাদে ২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান ধরে রাখল পেপ ব্রিগেড।
সিটির পাশাপাশি তিন পয়েন্ট পেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও। ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও ইপসউইচ সিটিকে ৩-২ গোলে হারাল রুবেন আমোরিমের ছেলেরা। বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন মাথিস ডে লিট ও হ্যারি ম্যাগুইরে। অপর গোলটি স্যাম মরসির আত্মঘাতী। ইপসউইচের হয়ে জোড়া গোল জাডেন ফিলোগেনের। উল্লেখ্য, প্রথমার্ধের শেষলগ্নে প্যাট্রিক ডোরগু লাল কার্ড দেখে মাঠ ছাড়ার দ্বিতীয়ার্ধের পুরো সময়টাই ১০ জনে খেলে ম্যান ইউ। আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতায় পিছিয়ে থেকেও ছেলেদের লড়াইয়ে খুশি কোচ আমোরিম। এই জয়ের সুবাদে ২৭ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৪তম স্থানে উঠে এল ম্যান ইউ।
এদিকে, গত ম্যাচে ওয়েস্ট হ্যামের কাছে হারের পর বুধবার নটিংহ্যাম ফরেস্টের কাছে আটকে গেল আর্সেনাল। পরপর দু’টি ম্যাচে পয়েন্ট খুইয়ে খেতাবি দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল মিকেল আর্তেতা ব্রিগেড। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে আপাতত ১৩ পয়েন্টে পিছিয়ে গানাররা (২৭ ম্যাচে ২৪ পয়েন্ট)। একাধিক সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে ব্যর্থ ত্রোসার্ড, মেরিনোরা। অপর ম্যাচে নিউকাসলকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল। ম্যাচে স্কোরশিটে নাম তোলেন ডোমিনিক সোবোস্লাই ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ২৮ ম্যাচে ‘দ্য রেডস’ ব্রিগেডের সংগ্রহ ৬৭ পয়েন্ট।
12h 12m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা