বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

বেঙ্গালুরুর বিরুদ্ধে বিষ্ণুকে ফেরাতে মরিয়া লাল-হলুদ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্টকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছেন মেসি বৌলি। ক্যামেরুনের স্ট্রাইকারের সঙ্গে চলতি মরশুমের শেষ পর্যন্ত চুক্তি। লাল-হলুদ জার্সিতে পরের মরশুমেও কি তাঁকে দেখা যাবে? আপাতত আরও একটু অপেক্ষা করার ভাবনা থিঙ্কট্যাঙ্কের। সামনে ঠাসা সূচি। কঠিন চ্যালেঞ্জ। ক্যামেরুনের মেসির পারফরম্যান্স আতসকাচের নীচে থাকবে। হাই-প্রোফাইল দিয়ামানতাকোসের মতো অহেতুক হাত না ছুড়ে অনবরত চেষ্টা করেন। বিপক্ষ রক্ষণকে চাপে রাখতে দক্ষ। প্রাক্তন ফুটবলারদের ধারণা, নিশানায় নির্ভুল হতে পারলে আরও বিপজ্জনক হবেন তিনি। ক্যামেরুনের ফুটবলারের যোগদানের পর অস্কারের স্ট্রাইকিং ফোর্স অনেকটাই চনমনে। বেশিরভাগ ক্ষেত্রেই লাল-হলুদ জার্সিতে আফ্রিকান ফুটবলার উজ্জ্বল। মেসিও ব্যতিক্রম নন। হায়দরাবাদের বিপক্ষে জাল কাঁপিয়ে ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদের। ক্যামেরুনের মেসির মন্তব্য, ‘গোল পেতে মুখিয়ে ছিলাম। লক্ষ্যভেদ করাই তো স্ট্রাইকারের কাজ।’ 
জয়ের হ্যাটট্রিকের পর অস্কার ব্রিগেড এখন বেশ চনমনে। আগামী ২ মার্চ যুবভারতীতে সাউলদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। এই ম্যাচ অস্কারের অ্যাসিড টেস্ট। একদিন বিশ্রামের পর শুক্রবার ফের অনুশীলনে নামবে গোটা দল। কেরালাইট বিষ্ণুকে ফিট করতে মরিয়া টিম-ম্যানেজমেন্ট। আসলে এই মুহূর্তে দুরন্ত ফর্মে তিনি। বিপক্ষ রক্ষণ ভাঙার ক্ষমতা রাখেন। হায়দরাবাদ ম্যাচে বিষ্ণুর অনুপস্থিতি প্রকট হয়েছে। গার্ডেন সিটির দলকে বশ মানাতে বিষ্ণুকে খুবই প্রয়োজন। চলতি টুর্নামেন্টে তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। মনে রাখতে হবে, হায়দরাবাদের সঙ্গে তাদের শক্তির অনেক পার্থক্য। মাঝমাঠ আর আপ-ফ্রন্ট অনেক ব্যালান্সড।
পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগের কথাও মাথায় রাখতে হচ্ছে। ৫ মার্চ যুবভারতীতে তুর্কমেনিস্তানের আর্কাদাগের বিরুদ্ধে নামবে ইস্ট বেঙ্গল। ফুটবলার রোটেশন করে খেলানো ছাড়া উপায় নেই স্প্যানিশ কোচের। অস্কারের কোচিংয়ে ২৭ পয়েন্ট তুলে নিয়েছে ইস্ট বেঙ্গল। কার্লেস কুয়াদ্রাত জমানায় প্রথম ছয় ম্যাচে শূন্য পয়েন্টের পর অনেকের কাছে যা আশাতীত। শোনা যাচ্ছে আরও এক মরশুম তাঁকে সুযোগ দিতে চান অনেকে। কথাবার্তা চললেও সইসাবুদ এখনও হয়নি। পাশাপাশি বঙ্গসন্তান শৌভিক চক্রবর্তীর চুক্তিও বাড়ানো হচ্ছে। কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে।
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা