বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

অবহেলায় ডেনিস সমাধিস্থল, ক্ষোভ পর্যটকদের

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: একসময় ডেনমার্কের কলোনি ছিল শ্রীরামপুর। ফলে শ্রীরামপুরে যেমন ডেনিসদের তৈরি একাধিক স্থাপত্য আছে তেমনই আছে সমাধিক্ষেত্র। ঐতিহাসিক সেই সমাধিক্ষেত্রই অবহেলার শিকার বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক মহলের দাবি, ওটি আসলে একটুকরো ইতিহাস। ঐতিহ্যও। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সমাধির উপর তৈরি স্থাপত্য ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। তেমনই সমাধিস্থ খ্যাত-অখ্যাত ডেনিস বাসিন্দাদের পরিচয় ফলকগুলিও উধাও হয়ে গিয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে নবকলেবরে সেজে উঠেছে ডেনিস গর্ভনর হাউস। সম্প্রতি শ্রীরামপুরের ঐতিহ্য সংরক্ষণে উৎসব করেছে শ্রীরামপুর পুরসভা। কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে থাকা ডেনিসদের সমাধিস্থল অবহেলা আর অন্ধকারে রয়ে গিয়েছে।
পুরসভার দাবি, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া তাদের এলাকায় কাউকে কাজ করতে দেয় না। নিজেরাও সেভাবে রক্ষণাবেক্ষণে নজর দেয় না। শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ সিং(পাপ্পু) বলেন, আমরা ঐতিহ্য সংরক্ষণে তৎপর। সম্প্রতি সাফল্যের সঙ্গে হেরিটেজ উৎসব করেছি। মানুষের কাছে সাবেক ডেনমার্ক কলোনির ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরেছি। রাজ্য সরকার ডেনিস গর্ভনর হাউস সাজিয়ে দিয়েছে। কিন্তু ডেনিস সমাধিস্থল আমাদের নিয়ন্ত্রণে নেই। ইতিহাসের সমস্ত পর্বকেই সংরক্ষণ করা উচিত। প্রচুর পর্যটক সমাধিস্থল দেখতে আসেন। তাই সেগুলির যথার্থ সংরক্ষণ করা প্রয়োজন। চলতি সপ্তাহে ওই সমাধিস্থল দেখতে এসেছিলেন হাওড়ার পর্যটক সুমনা পাল। তিনি বলেন, ডেনিসদের স্মৃতি বিজড়িত সমস্ত এলাকা ঘুরে দেখেছি। সেই কারণেই সমাধিস্থলেও এসেছিলাম। দেখলাম, অনেক সমাধির উপর থেকে পরিচয় ফলক গায়েব হয়ে গিয়েছে। অনেক সমাধি ক্ষয়প্রাপ্ত। ইতিহাস সংরক্ষণে অবহেলা করা উচিত নয়। আগামী প্রজন্মের জন্য ইতিহাসের প্রতিটি পর্বকেই ধরে রাখা উচিত। ডেনমার্কের সঙ্গে এখনও আমাদের সাংস্কৃতিক যোগাযোগ আছে। তাঁদের পূর্বপুরুষদের অন্তিম পরিচয়ের চিহ্ন আমরা ধরে রাখতি পারিনি, এই ঘটনা লজ্জার। শ্রীরামপুরের সমাজকর্মী সমীর সাহা বলেন, রাজ্য সরকারের তরফে ইতিহাস সংরক্ষণের মানসিকতা আছে। শহরের ঐতিহ্য ধরে রাখতে ও পুনর্গঠন করতে রাজ্য প্রশাসনের ভূমিকা প্রশংসনীয়। আমরা চাই, ডেনিস সমাধিস্থল নিয়েও রাজ্য সরকার পদক্ষেপ করুক। 
শ্রীরামপুরের ঝাউতলাতে আছে ডেনিসদের সমাধিস্থল। প্রায় ৬১ সাবেক ডেনমার্কবাসীর সমাধি আছে। সেখানে কিছু সংস্কার কাজ হলেও সার্বিক উদাসীনতার চিহ্ন স্পষ্ট। কর্নেল ফ্লেমিং বা গভর্নর হেলেনবার্গের মতো বিশিষ্ট মানুষের সমাধির পরিচয়ফলক থাকলেও অধিকাংশই উধাও। সমাধিগুলিতে ক্ষয়ের ছাপও সহজে দেখা যায়। 
12h 12m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা