বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

রিজেন্ট পার্ক: বাইক দুর্ঘটনাতেই মৃত্যু যুবকের, মিলল প্রত্যক্ষদর্শী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একদিন পর রহস্যের জট কাটল। রিজেন্ট পার্কে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় পুলিসের হাতে এসেছে প্রত্যক্ষদর্শীর বয়ান। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, টেকনিশিয়ান স্টুডিওর সামনের রাস্তায় হাম্পে নিয়ন্ত্রণ হারায় বাইকটি। তাতেই পড়ে যান অনুপ। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, বাইকে থাকা সবাই মদ্যপ অবস্থায় ছিলেন। পুলিসের হাতে ধরা পড়ার ভয়ে অনুপের দুই বন্ধুর বাইকে চেপে পালিয়ে যায় বলে মনে করছেন তদন্তকারীরা। বেশ কিছুক্ষণ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকার জেরেই মৃত্যু হয় অনুপের। সূত্রের খবর, দ্রুত গতির বাইকে চেপে যাচ্ছিলেন তিনজন। সবচেয়ে পিছনে বসেছিলেন অনুপ মণ্ডল (৩০)। দুর্ঘটনাবশত বাইক থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে যুবকের। মৃতদেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে তেমনই ইঙ্গিত মিলেছে। কিন্তু, অনুপের বন্ধু ও তাঁর বাইকটিকে এখনও পাওয়া যায়নি। সন্ধান চালাচ্ছে রিজেন্ট পার্ক থানার পুলিস। মঙ্গলবার গভীর রাতে টালিগঞ্জের মহানায়ক উত্তমকুমার সরণিতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় অনুপকে। এক যাত্রী তাঁকে দেখে পুলিসে খবর দেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, অকুস্থল থেকে একটি হেলমেট পাওয়া গিয়েছে। কিন্তু, কোনও বাইক পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের দাবি, ‘বন্ধুর বাড়ি যাচ্ছি বলে বেরিয়েছিলেন অনুপ। খুন করা হয়েছে তাকে।’ কিন্তু, থানায় কোনও অভিযোগ হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নামে পুলিস। তদন্তকারীরা দেখেন, ঘটনাস্থলে কোনও সিসি ক্যামেরা নেই। ওই রাস্তাতেই আগের সিসি ক্যামেরার ফুটেজ বলছে, বাইকে তিনজন চেপেছিলেন। পিছনে ছিলেন অনুপ। দ্রুত গতিতে ছুটছিল বাইকটি। বিভিন্ন সূত্র মিলিয়ে সঠিক তথ্য উদ্ঘাটন করতে তৎপর পুলিস।
12h 12m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা