বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

এবার হাওড়ায় ‘দুয়ারে পুরসভা’

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ট্রেড লাইসেন্স নেই, অথচ দিব্যি ক্লাবঘর ভাড়া দিয়ে চলছে অনুষ্ঠান ভবনের ব্যবসা। খুচরো কাপড় ব্যবসায়ীদের অনেকেরই নেই নির্দিষ্ট লাইসেন্স। ফলে রাজস্ব খাতে আয় অনেকটাই কম হচ্ছে পুরসভার। ট্রেড লাইসেন্স বাবদ রাজস্ব আদায় বাড়াতে ‘দুয়ারে পুরসভা’ শুরু করতে চলেছে হাওড়া পুরসভা। মার্চ মাসে শিবিরের আয়োজন করে নতুন ট্রেড লাইসেন্স দেওয়া ও পুরনো লাইসেন্সের পুনর্নবীকরণ করা হবে হাওড়া পুরসভার তরফে। লাইসেন্স প্রদানের ক্ষেত্রে দালালদের দৌরাত্ম্য কমাতে এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেই মনে করছেন ব্যবসায়ীদের একাংশ। 
হাওড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ট্রেড লাইসেন্স বাবদ বছরে প্রায় ১৮ কোটি টাকা রাজস্ব আদায় করে পুরসভা। সেই পরিমাণ প্রায় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এক্ষেত্রে শহরের যে সমস্ত ব্যবসায়ী ও প্রতিষ্ঠান এখনও পর্যন্ত নতুন ট্রেড লাইসেন্স করায়নি, তাদের ক্যাম্পের মাধ্যমে লাইসেন্স দেওয়া হবে। ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডে মাইকিং শুরু করেছে পুরসভা। আগামী ৩ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত হাওড়া পুরসভার সদর দপ্তরে ক্যাম্পের আয়োজন করা হবে। সেখানে নতুন লাইসেন্সের আবেদন করতে পারবেন ব্যবসায়ীরা। পাশাপাশি লাইসেন্স পুনর্নবীকরণের কাজও হবে। জানা গিয়েছে, বর্তমানে ট্রেড লাইসেন্স বানানোর প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন হয়ে গিয়েছে। হাওড়া পুরসভার আধিকারিকদের একাংশ জানান, নতুন ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে বহু ব্যবসায়ী নিজেদের ২০০০ স্কোয়ার ফিটের দোকান মাত্র ৫০০ স্কোয়ার ফিট দেখিয়ে সেটাই অনলাইনে আপলোড করছেন। ব্যবসায়ীদের একাংশের এই অসাধু কাজের ফলে পুরসভার রাজস্ব আদায় কম হচ্ছে। আবার হাওড়া শহরের বহু ছোট ছোট রেস্তরাঁর কোনও ট্রেড লাইসেন্স নেই। এমনকী লাইসেন্স ছাড়াই ক্লাবের ভবনকে অনুষ্ঠান বাড়ি হিসেবে ভাড়া দিয়ে দেওয়া হচ্ছে। ছোট-বড় প্রত্যেক ব্যবসায়ী ও প্রতিষ্ঠান যাতে ট্রেড লাইসেন্সের আওতায় আসতে পারে, সেজন্যই দুয়ারে পুরসভার ব্যবস্থা করা হয়েছে। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, ‘ট্রেড লাইসেন্স বানানোর ইচ্ছে থাকলেও বহু ব্যবসায়ী দালাল চক্রের ভয়ে তা করাতে চান না। তাঁরা সরাসরি দুয়ারে পুরসভা শিবিরে এসে আবেদন করতে পারেন। আশা করছি, এতে পুরসভার রাজস্ব আদায় বছরে প্রায় ৩০ লক্ষ টাকা বাড়বে।’ পুরসভা সূত্রে খবর, আগামী দিনে সম্পত্তি কর আদায়ের ক্ষেত্রেও এই ধরনের ক্যাম্পের আয়োজন করা হবে।  নিজস্ব চিত্র
12h 12m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা