বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

তারকেশ্বরে শিবরাত্রি উপলক্ষ্যে ভক্ত সমাগম, ভিড় গঙ্গার ঘাটগুলিতেও

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: শিবরাত্রি উপলক্ষ্যে বুধবার সকাল থেকেই ভিড় ছিল বিভিন্ন মন্দিরে। ভক্তের ঢল নামে তারকেশ্বরে। কল্যাণী, বারাকপুর, হাওড়ার বিভিন্ন অংশেও পুজো দেওয়ার জন্য দীর্ঘ লাইন চোখে পড়েছে। সময় যত বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে ভিড়। তারকেশ্বরে মন্দিরে ঢোকার প্রধান ফটকে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। ভিড় সামলাতে বেগ পেতে হয়েছে পুলিসকে। প্রশাসনের পক্ষ থেকেও জল, আলো, চিকিৎসা সহ সবরকম ব্যবস্থা রাখা হয়েছিল। মন্দিরে প্রবেশের প্রতিটি দরজায় ছিল কড়া নিরাপত্তা। ছিল সিসি ক্যামেরা। এছাড়া সাদা পোশাকের পুলিস ও মহিলা পুলিসের নজরদারি ছিল সর্বত্র। হুগলি জেলা পুলিসের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী জানান, পুণ্যার্থীদের নিরাপত্তায় সবরকম ব্যবস্থা করা হয়েছে। ২৪ জন পুলিস অফিসার, ৮৪ জন কনস্টেবল ১১০ জন সিভিক কাজ করছেন। পর্যাপ্ত পরিমাণে মহিলা পুলিস রয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা মোতায়ন রয়েছে। পূর্ব রেলের পক্ষ থেকেও শিবরাত্রি উপলক্ষ্যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়।  
এদিন বালির কল্যাণেশ্বর মন্দিরে পুজো দিয়েছেন বেলুড় মঠের সন্ন্যাসী মহারাজরা। প্রায় ৪০০ বছরেরও পুরনো এই মন্দিরে পুজোয় শামিল হন বেলুড় মঠের অধ্যক্ষ মহারাজ স্বামী গৌতমানন্দজি সহ অন্যান্যরা। জনশ্রুতি রয়েছে, শিবরাত্রিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর থেকে নৌকা নিয়ে গঙ্গা পেরিয়ে এই মন্দিরে এসে পুজো করতেন। সেই রীতি মেনেই বেলুড় মঠের মহারাজরা পুজো করে আসছেন। 
সকাল থেকেই পুণ্যস্নানের ঢল নেমেছিল বাঁশবেড়িয়ার ত্রিবেণীর গঙ্গায়। সন্ধ্যা পর্যন্ত গঙ্গার ঘাটে ছিল তীব্র ভিড়। বৈদ্যবাটি সহ একাধিক গঙ্গার ঘাটেও ভিড় দেখা গিয়েছে। তবে ভিড়ের নিরিখে ত্রিবেণী ছিল অনেকটাই এগিয়ে। জেলার সর্বত্র এদিন শিবমন্দিরগুলিতে পুণ্যার্থীদের ব্যাপক ঢল দেখা গিয়েছে। কোন্নগর থেকে চুঁচুড়া, সর্বত্র ছিল উৎসবের আবহ।  
শিবরাত্রি উপলক্ষ্যে চাকদহের সুখসাগরে রোডে গঙ্গার পাড়ে গঙ্গা মাতার মন্দিরে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। প্রায় ১২৬ বছর আগে প্রতিষ্ঠিত মন্দিরে গঙ্গা, দুর্গাদেবীর মূর্তি ছাড়াও ১২টি শিবলিঙ্গ রয়েছে। গুরু মহারাজ মন্দির থেকে গঙ্গায় স্নান করতে যেতেন সুড়ঙ্গের মধ‍্যে দিয়ে। যার নিদর্শন এখনও রয়ে গিয়েছে। 
বারাকপুর ক্যান্টনমেন্ট এলাকার শম্ভুনাথ মন্দিরে পুণ্যার্থীদের ঢল নামে। মন্দির কমিটির সভাপতি বিবেক সিং জানান, প্রত্যাশাকে ছাপিয়ে মানুষের ভিড় হয়েছে। ভোর থেকে মানুষ লাইন দিয়ে মন্দিরে জল ঢেলেছেন, পুজো দিয়েছেন। এছাড়া বারাকপুর শিল্পাঞ্চলের প্রতিটি গঙ্গার ঘাটে ডুব দেন হাজার হাজার মানুষ। বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক জানিয়েছেন, এদিন বহু মানুষ গঙ্গাস্নান করেছেন। সব কিছুই হয়েছে নির্বিঘ্নে। সর্বত্রই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা ছিল।
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা