বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

বাংলাদেশে ডুবছে একাধিক ব্যাঙ্ক, স্বীকার করল সরকার

ঢাকা: শেখ হাসিনা জমানার পতনের পরে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি হয়েছে। দিনের বেলাতেও ঢাকার রাস্তায় লুটপাট নিত্যদিনের ঘটনা। জেল ভেঙে পালিয়ে গিয়েছে ফাঁসির আসামী। এবার সামনে এলো ব্যাঙ্কিং ব্যাবস্থার করুণ ছবি। একাধিক ব্যাঙ্কে তালা ঝোলা শুধু সময়ের অপেক্ষা বলে জানিয়ে দিলেন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর আহসান এইচ মনসুর। তাঁর সাফ কথা, ‘প্রচেষ্টা সত্ত্বেও কিছু ব্যাঙ্ককে বাঁচানো যাবে না।’ দেশের সর্বোচ্চ ব্যাঙ্কের সর্বময় কর্তার এহেন মন্তব্যে সিঁদুরে মেঘ দেখছে সাধারণ মানুষ। ব্যাঙ্ক ডুবলে তাঁদের টাকার কী হবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমানতকারীদের মধ্যে। 
আইনশৃঙ্খলার হাল ফেরানো ইউনুস সরকারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশেষত, সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে প্রবল চাপে ঢাকা। রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টেও প্রকাশ্যে এসেছে ‘পরিবর্তনের বাংলাদেশে’ হিন্দুদের উপরে অত্যাচারের নানা ঘটনা। এনিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যদিও ইউনুস সরকারের বক্তব্য, বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ভারতের মাথা ঘামানো কারণ নেই। কারণ দেশে সংখ্যালঘুদের সঙ্গে কী ধরণের আচরণ করা হবে, সেটা ঢাকার সম্পূর্ণ নিজস্ব বিষয়। এমনই যুক্তি দিয়েছেন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন।
গত বছরের আগস্টে প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব নিয়েই  মনসুরকে বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর পদে বসান ইউনুস। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে মনসুর বলেন, ‘ব্যাঙ্কিং সেক্টরের সমস্যা সবার জানা। প্রচেষ্টা সত্ত্বেও কিছু ব্যাঙ্ক বাঁচানো যাবে না।’ দুর্বল বা সঙ্কটে থাকা ব্যাঙ্কগুলি বন্ধ করতে ‘ব্রিজ ব্যাঙ্ক’ তৈরির পথে বাংলাদেশ ব্যাঙ্ক। এজন্য অর্ডিন্যান্স জারির উদ্যোগ নেওয়া হয়েছে। তার খসড়া প্রকাশ করা হয়েছে অর্থমন্ত্রকের ওয়েবসাইটে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের ব্যাঙ্কগুলির মোট খেলাপি ঋণের পরিমাণ সাড়ে তিন লক্ষ কোটি টাকা ছুঁই ছুঁই। শুধু গত জুলাই থেকে ডিসেম্বর— এই ছ’মাসে যা বেড়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৩৭৩ কোটি টাকা। একাধিক ব্যাঙ্ক বন্ধ হওয়ার আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নরের অবশ্য আশ্বাস, ব্যাঙ্ক থেকে আমানতকারীদের টাকা পেতে কোনও সমস্যা হবে না।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা