বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

শিল্পস্থাপনে টাকা খাওয়া বরদাস্ত নয়, কড়া বার্তা মমতার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা বিনিয়োগের গন্তব্যস্থল। এখানে রয়েছে শিল্পবান্ধব পরিবেশ। শিল্পপতিদের কাছে এই বার্তাই তুলে ধরেছে রাজ্য সরকার। কিন্তু শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে সেখানে যেন কোনওভাবেই ‘টাকার খেলা’ না চলে, তার জন্য কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিক থেকে শ্রমিক সংগঠনের নেতাদের উদ্দেশে মমতা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, টাকা খাওয়া বন্ধ করতে হবে।
সোমবার নবান্নে অনুষ্ঠিত হল রাজ্য স্তরের শিল্প বিনিয়োগ সংক্রান্ত সিনার্জি কমিটির প্রথম বৈঠক। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উপস্থিত ছিলেন মুখসচিব, বিভিন্ন দপ্তরের মন্ত্রী, বিভাগীয় আধিকারিক এবং শিল্পপতিরা। বৈঠকে শিল্প সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইতিমধ্যে বাংলা নিয়ে বিশেষ আগ্রহ দেখা গিয়েছে শিল্পপতিদের মধ্যে। পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে দেশের একাধিক নামী সংস্থা। সদ্যসমাপ্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেই তার প্রমাণ পাওয়া গিয়েছে। বিপুল পরিমাণ বিনিয়োগের প্রস্তাব এসেছে শিল্পপতিদের কাছ থেকে। তা এখন বাস্তবায়নের পথে। এমতাবস্থায় এদিনের সিনার্জি কমিটির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শিল্পের দিকে নজর এবং আরও কর্মসংস্থানই রাজ্য সরকারের মূল্য লক্ষ্য। সেখানে লালফিতের বাঁধনে কোনও বিষয় যেন আটকে না-থাকে, সেদিকেই বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, লালফিতের বাঁধন আমাদের খুলতেই হবে। এই দোষে কাজ আটকে থাকবে, তা বরদাস্ত করা হবে না। ক্লিয়ারেন্স দিতে হবে দ্রুত। কোনও ঢিলেমি বা শিথিলতা বরদাস্ত নয়। তাতে কারও গাফিলতি ধরা পড়েলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন জায়গায় অব্যবহৃত জমি পড়ে আছে—সাতদিনের মধ্যে তার তথ্য চাই।
তবে বিভিন্ন কাজ লালফিতের বাঁধনে কীভাবে আটকা পড়ছে, সেসম্পর্কে নির্দিষ্ট কিছু তথ্য মুখ্যমন্ত্রীর কাছে এসেছে। তাঁর কাছে খবর, সরকারি দপ্তরগুলিতে টাকার খেলা চলে! ওই সূত্র ধরেই কড়া বার্তা দেন মমতা। মুখ্যমন্ত্রী বলেছেন, টাকা না খেয়ে ফাইল নিচু থেকে উপরে আসে না। এটা বন্ধ করতে হবে। এবার কড়া অ্যাকশন নেওয়া হবে। বিবেক কুমার, আপনি বিষয়টি জানেন, গুরুত্বসহকারে দেখুন। 
ভূমি, পরিবেশ ও দমকল বিভাগের কাজের কিছু ‘খবর’ মুখ্যমন্ত্রীর কাছে এসেছে। তাই এই দপ্তরগুলির কথা আলাদাভাবে উল্লেখ করে আধিকারিকদের বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী, পুলিস যে নজরদারি করছে, তার বাইরে অন্য একটি স্বাধীন সংস্থা নিয়োগ করেও নজরদারির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 
এছাড়া অনেক সময় অভিযোগ ওঠে, শ্রমিক সংগঠনের নেতাদের ‘দাদাগিরি’ নিয়ে। বিভিন্ন সংস্থার কাছে বিপুল অঙ্কের ‘চাঁদা’ চাওয়ার খবরও নতুন নয়। মমতার বার্তা, যদি কেউ ভালোবেসে কোনও পার্টিকে কিছু দিতে চান তা তিনি দিতেই পারেন। কিন্তু ট্রেড ইউনিয়নগুলিকে বলব, অযথা বাড়াবাড়ি করবে না। আর শিল্পপতিদের বলব, স্থানীয় কোনও ‘দাদা’ যদি টাকা চায়, তাহলে প্রশাসনকে জানান। প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। 
তৃণমূল শ্রমিক সংগঠন সম্পর্কেও বেশকিছু ‘খবর’ এসেছে নেত্রীর কাছে। সেইমতো বৈঠকেই মমতা জানিয়ে দেন, দুর্গাপুর ও হলদিয়ায় আইএনটিটিইউসির পদে থাকা নেতাদের পরিবর্তন করা হবে। এছাড়া যেখানে প্রয়োজন, পরিবর্তন করা হবে সেখানেই। গ্রাফাইট ইন্ডিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দেখবেন।
পাঁচটি ইস্পাত শিল্পের প্রস্তাব এসেছে। সেখানে মোট ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ এবং ৫০ হাজার কর্মসংস্থান হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, শিল্পস্থাপন ও কর্মসংস্থান আমরা ভালোভাবে করতে চাই। তবে হঠাৎ করে কিছু না জানিয়ে লোক ছাঁটাই করা চলবে না। -নিজস্ব চিত্র
3h 3m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা