বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

চুক্তিভিত্তিক গাড়ি চালকদের বর্ধিত হারে বেতন নির্দিষ্ট করে দিল রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি দপ্তর ও সংস্থাগুলিতে চুক্তিতে নিযুক্ত গাড়ির চালকদের বর্ধিত হারে বেতন নির্দিষ্ট করে দিল রাজ্য সরকার। সরকারি জায়গায় চুক্তিতে কোনও গাড়ির চালক নিযুক্ত হলে শুরুতে তাঁর বেতন হবে ১৬ হাজার টাকা। ৫  বছর কাজ করার পর তাঁর বেতন বেড়ে  হবে ২০ হাজার টাকা।  ১০ এবং ১৫ বছর কাজ করার পর তাঁর বেতন হবে যথাক্রমে ২৫ হাজার ও ৩১ হাজার টাকা। তাঁর প্রতিমাসের বেতন ৩৮ হাজার টাকা হবে ২০ বছরের বেশি কাজ করলে। ৬০ বছর বয়স পর্যন্ত চালকরা এই সুবিধা পাবেন। রাজ্য অর্থদপ্তর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। পুরসভা, পঞ্চায়েত প্রভৃতিতেও এই নির্দেশ কার্যকর হবে। তবে সরকারি অফিস ও দপ্তরে ভাড়া নিয়ে যেসব গাড়ি চালানো হয় সেগুলিতে এই ব্যবস্থা কার্যকর হবে না। সরকারি সূত্রে এমনটাই বলা হয়েছে। 
সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিজস্ব গাড়ি চুক্তিতে নিযুক্ত যে চালকরা চালান তাঁরাই এই আর্থিক সুবিধা পাবেন। তবে এজেন্সির মাধ্যমে নেওয়া গাড়ির চালকদের বেতন অন্তত ১৬ হাজার টাকা রাখার কথা ওই নির্দেশিকায় বলা হয়েছে। এতদিন চুক্তিতে নিযুক্ত সরকারি গাড়ির চালকদের কোনও নির্দিষ্ট হারে বেতন দেওয়ার নির্দেশ ছিল না। বিভিন্ন দপ্তর ও সংস্থা নিজেদের ইচ্ছামতো বেতন দিত। জানা গিয়েছে, সাধারণত ১০ থেকে ১২ হাজার টাকা বেতন দেওয়া হতো তাঁদের। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক জানিয়েছেন, এই সিদ্ধান্তে সরকারি জায়গায় চুক্তিতে যে গাড়ি চালকরা কাজ করেন, তাঁদের  সুবিধা হবে। এজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
3h 3m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা