বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন

অস্কারে ‘আনোরা’র আধিপত্য, ভারতের ভাগ্যে হতাশা

উত্তেজনা এবং অপ্রত্যাশিত ঘটনায় ভরপুর। ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চকে এভাবেই ব্যাখ্যা করছেন বিনোদন দুনিয়ার বড় অংশ। রবিবার রাত, ভারতীয় সময় অনুযায়ী সোমবার ভোরে ছিল হলিউডের সবথেকে বড় অনুষ্ঠান। ডলবি থিয়েটারে অস্কার ২০২৫-এর পুরস্কার প্রদানে ছিল চাঁদের হাট। চলতি বছরের শুরুতেই ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত হয় হলিউড। তারপর এত বড় অনুষ্ঠান পিছিয়ে দেওয়ারও দাবি উঠেছিল নানা মহলে। কিন্তু অস্কার কর্তৃপক্ষ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর ছিলেন। অনুষ্ঠানের সূচনাতেই দাবানল বিধ্বস্ত লস অ্যাঞ্জেলসের প্রতি সমবেদনা জানানো হয়। এই মঞ্চ থেকেই লস অ্যাঞ্জেলসের দমকলবাহিনীকে সম্মান জানানো হয়।
চলতি বছর অস্কারে ‘আনোরা’র জয়জয়াকার। সেরা ছবির জন্য পুরস্কারের পাশাপাশি মোট পাঁচটি বিভাগে অস্কার জিতেছে এই ছবি। এই ছবির জন্য শন বেকার পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মিকি ম্যাডিসন। সেরা সম্পাদনার পুরস্কারও এই ছবির ঝুলিতে। অন্যদিকে এড্রিয়েন ব্রডি ‘দ্য ব্রুটালিস্ট’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পেয়েছেন। তিনটি বিভাগে অস্কার পেয়েছে এই ছবি। 
৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সবথেকে বেশি মনোনয়ন পেয়েছিল জ্যাক অডিয়ার্ড পরিচালিত ‘এমিলিয়া পেরেজ’। সেই ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হলেন জো সালদানা। ‘এ রিয়েল পেইন’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেলেন কিরান কালকিন। সেরা পোশাকশিল্পীর পুরস্কার পেলেন পল টাজওয়েল। এই বিভাগে প্রথমবার একজন অ্যাফ্রো আমেরিকান অস্কার পেলেন। ব্রাজিলের ‘আই অ্যাম স্টিল হিয়ার’ সেরা বিদেশি ভাষার ছবির পুরস্কার পেল। 
ভারতের ভাগ্য এবার হতাশ করল। প্রিয়াঙ্কা চোপড়া এবং গুণিত মোঙ্গা প্রযোজিত ‘অনুজা’ ছবিটি সেরা লাইভ অ্যাকশন স্বল্প দৈর্ঘ্যের বিভাগে মনোনয়ন পেলেও পুরস্কার জুটল না। তবে সঞ্চালক তথা কৌতুকাভিনেতা কোন্যান ওব্রায়ান অস্কার মঞ্চ থেকে কিছুক্ষণ হিন্দিতে কথা বলেন। তাঁর বক্তব্যেও উঠে আসে ভারতের কথা। সারা বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য স্প্যানিশ এবং ম্যান্ডারিন ভাষাতেও কথা বলেন কোন্যান। 

• সেরা অভিনেত্রী: 
   মিকি ম্যাডিসন
• সেরা অভিনেতা: 
   এড্রিয়েন ব্রডি
• সেরা পরিচালক: 
    শন বেকার
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা