বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন

শুভশ্রীর নতুন চমক

বছরের শুরুতেই সিলেবাস হাতে পেয়ে যেতেন ছোটবেলায়। মনে পড়ে? সারা বছর কোন কোন অধ্যায় ভালো করে পড়বেন, বিষয় ধরে ধরে তার একটা পরিকল্পনা করে নেওয়া হতো গোড়াতেই। তেমনই শুক্রবার ‘গল্পের পার্বণ ১৪৩২’ শীর্ষক অনুষ্ঠানে প্রযোজনা সংস্থা এসভিএফ এবং হইচই যেন দর্শকের হাতে সারা বছরের সিলেবাস তুলে দিল। কিছু ছবি বা সিরিজের খবর ইতিমধ্যেই জানেন দর্শক। আর কিছু নাম একেবারে নতুন। প্রসঙ্গত, হইচই স্টুডিওস বড় পর্দায় ছবি প্রযোজনা করেছে। এবার আসছে হইচই টিভি।
‘রঘু ডাকাত’ নিয়ে চর্চা দীর্ঘদিনের। দেব, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল এবং রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে টিম সাজিয়েছেন পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তিনি সোনাদাকেও ফেরাচ্ছেন। সৌজন্যে ‘সপ্তডিঙার গুপ্তধন’। আবীর চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, ইশা সাহার রসায়ন ফিরছে বড়পর্দায়। ‘বিজয়নগরের হীরে’তে কাকাবাবু হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পরিচালনা করা চন্দ্রাশিস রায়ের কাছে নতুন চ্যালেঞ্জ। ‘চোর পুলিস ডাকাত বাবু’ পরিচালনার দায়িত্ব নির্ঝর মিত্রর। আবীর চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে একসঙ্গে দেখবেন দর্শক। ‘সাধক বামাক্ষ্যাপা’কে এতদিন টেলিভিশনে দেখেছেন দর্শক। এবার বড়পর্দার হাতছানি। সায়ন্তন ঘোষালের পরিচালনায় মুখ্য ভূমিকায় থাকছেন সব্যসাচী চৌধুরী। ‘কিলবিল সোসাইটি’ নিয়ে আসছেন সৃজিত মুখোপাধ্যায়। এসভি এন্টারটেনমেন্টের সহ প্রতিষ্ঠাতা শ্রীকান্ত মোহতা বলেন, ‘বাংলা সিনেমায় সব সময়ই বাঙালির ঐতিহ্য, সংস্কৃতিকে আমরা তুলে ধরেছি। এবারও আমরা এমন কিছু প্রজেক্টের ঘোষণা করলাম, যার মাধ্যমে আমরা একসঙ্গে বাংলা সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।’ 
হইচই-এরও রয়েছে একগুচ্ছ নতুন প্রজেক্ট। গোরা আসছে বড়পর্দায়, ‘গোরা-এ-গণ্ডগোল’। সিরিজের সারিতেও রয়েছে নতুনত্ব। অদিতি রায়ের পরিচালনায় আসছে ‘অনুসন্ধান’। মুখ্য ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘নাগমণির রহস্য’ পরিচালনার ভার সায়ন্তন ঘোষালের। সোহিনী সরকার প্রধান চরিত্রে অভিনয় করবেন। অরিজিৎ টোটোন চক্রবর্তীর পরিচালনায় আসছে ‘তোমাকেই চাই’। সুহত্র মুখোপাধ্যায়, মানালী মনীষা দে, সৃজা গুহর অভিনয় দেখবেন দর্শক। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘ভোগ’ ‘নিকষ ছায়া ২’, জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘অচিন্ত্য আইচ ২’-এর অপেক্ষায় থাকবেন দর্শক। নির্ঝর মিত্রর পরিচালনায় ‘বীরাঙ্গনা’য় মুখ্য ভূমিকায় থাকছেন সন্দীপ্তা সেন। ‘কালরাত্রি ২’ আসবে অয়ন চক্রবর্তীর পরিচালনায়। ‘ইন্দু ৩’ তৈরি করছেন সাহানা দত্ত। ‘ভূততেরিক্কি’ পরিচালনায় থাকছেন কৌশিক হাফিজি। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ফেলুদার গোয়েন্দাগিরি’র দিকে নজর থাকবে দর্শকের। টোটা রায়চৌধুরীকে ফের ফেলুদা হিসেবে পাওয়া নিঃসন্দেহে বড় প্রাপ্তি। 
11h 11m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও সুখবরে  মানসিক তৃপ্তি । ঝুঁকিপূর্ণ আর্থিক লেনদেনে সতর্ক হন।  ব্যবসায় বড় কোনও পরিবর্তন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা