বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

বদ্রীনাথে তুষারধসে জখম ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৫ শ্রমিককে ঘিরে বাড়ছে উদ্বেগ

দেরাদুন, ১ মার্চ: বদ্রীনাথে তুষারধসে জখম আরও তিন শ্রমিকের মৃত্যু হয়েছে শনিবার। যার ফলে মোট সংখ্যা বেড়ে হল চার। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এপি এমনই জানিয়েছে। এছাড়া বরফের স্তূপে চাপা পড়ে যাওয়া আরও পাঁচ শ্রমিকের এখনও কোনও খোঁজ নেই। স্বাভাবিকভাবে সময় যত বাড়ছে ততই বাড়ছে উদ্বেগ। সমস্ত রাস্তা বন্ধ থাকায় উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে ছ’টি হেলিকপ্টার। আজ, শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সমস্ত চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। উদ্ধারকাজ নিয়ে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী ধামির সঙ্গে টেলিফোনে কথা হয় তাঁর।

গতকাল, শুক্রবার সাতসকালে বদ্রীনাথ মন্দির থেকে মাত্র ছ’কিমি দূরে, চামোলি জেলার মানা গ্রামের কাছে সেই তুষারধসে চাপা পড়ে যান বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-এর ৫৫ জন শ্রমিক। খবর পেয়েই তড়িঘড়ি উদ্ধারকাজে নামে ভারতীয় সেনাবাহিনী। ডাকা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। রাতভর চলে উদ্ধারকাজ। এদিন সকালে আকাশপথে বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। যোশীমঠে গিয়ে দেখা করেন দুর্ঘটনায় জখম বিআরও কর্মীদের সঙ্গে। পরে দেরাদুনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধামি বলেন, ‘দুর্ঘটনাস্থলে মোট আটটি কন্টেনার ছিল। তার মধ্যে পাঁচটি কন্টেনারের খোঁজ মিলেছে। একটি কন্টেনার থেকে উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। বাকি তিনটি কন্টেনারের সন্ধানে সমস্ত চেষ্টা করা হচ্ছে।’ এদিকে, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার এম এস ধিলোঁ জানিয়েছেন, এদিন সকালে বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
12h 12m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও সুখবরে  মানসিক তৃপ্তি । ঝুঁকিপূর্ণ আর্থিক লেনদেনে সতর্ক হন।  ব্যবসায় বড় কোনও পরিবর্তন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা