বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

বাড়ল না পিএফের সুদের হার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাড়ল না ইপিএফে সুদের হার। আশাভঙ্গ হল দেশের প্রায় সাড়ে সাত কোটি ইপিএফ গ্রাহকের। শুক্রবার দিল্লিতে ইপিএফও অছি পরিষদের ২৩৭তম বৈঠকে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী তথা পদাধিকার বলে ইপিএফও চেয়ারম্যান মনসুখ মাণ্ডব্যের উপস্থিতিতে সিদ্ধান্ত হল, ২০২৪-২৫ আর্থিক বছরে ইপিএফ সুদের হারে অপরিবর্তিতই থাকবে। অর্থাৎ, ৮.২৫ শতাংশ। নিয়ম মতো এই সিদ্ধান্ত এবার প্রস্তাব আকারে অর্থমন্ত্রকের কাছে পেশ করবে শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও)। 
অর্থমন্ত্রকের সবুজ সঙ্কেত পাওয়ার পরই ২০২৪-২৫ আর্থিক বছরে ৮.২৫ শতাংশ হারে সুদের টাকা জমা পড়বে ইপিএফ গ্রাহকদের অ্যাকাউন্টে। রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি রেপো রেট কমিয়ে দেওয়ায় ইপিএফও’র সুদের হার বৃদ্ধি খুব একটা প্রত্যাশিত ছিল না। তারপরও অবশ্য গ্রাহকদের একাংশ আশায় ছিল। তা হয়নি। তবে সুদের হার নির্ধারণের পাশাপাশি এদিনের বৈঠকে ইপিএফের বিমা পরিষেবা (ইডিএলআই স্কিম) নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে অছি পরিষদ। টানা এক বছরের কর্মজীবন পূর্ণ হওয়ার আগেই যদি কোনও ইপিএফ গ্রাহকের মৃত্যু হয়, তাঁর পরিবার এবার থেকে ন্যূনতম ৫০ হাজার টাকা বিমার সুবিধে পাবেন। একইসঙ্গে নন-কন্ট্রিবিউটরি পিরিয়ডেও কোনও ইপিএফ গ্রাহকের মৃত্যু হলে শর্তসাপেক্ষে বিমা পরিষেবা মিলবে। এক্ষেত্রে নন-কন্ট্রিবিউটরি পিরিয়ড সর্বোচ্চ ছ’মাস পর্যন্ত হতে হবে। অর্থাৎ, একজন গ্রাহক শেষ যেদিন তাঁর ইপিএফ কন্ট্রিবিউশন দিয়েছেন, তার ছ’মাসের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হলে, ইডিএলআই স্কিমের পরিষেবা পাবেন পরিবারের সদস্যরা। একইসঙ্গে অছি পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, একটি চাকরি ছেড়ে অন্য সংস্থায় যোগদানের মধ্যে সর্বোচ্চ দু’মাসের ব্যবধান থাকলে সংশ্লিষ্ট গ্রাহক ইপিএফ বিমার যাবতীয় সুবিধে পাবেন। ইপিএফও পে-রোলে শুধুমাত্র তাঁর নাম থাকতে হবে। ইতিপূর্বে দু’-একদিনের ব্যবধানেও মিলত না এই পরিষেবা। যদিও বিমার সর্বনিম্ন এবং সর্বোচ্চ পরিমাণে কোনও পরিবর্তন হয়নি।
10h 10m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও সুখবরে  মানসিক তৃপ্তি । ঝুঁকিপূর্ণ আর্থিক লেনদেনে সতর্ক হন।  ব্যবসায় বড় কোনও পরিবর্তন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা