বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

শেষ চারে অস্ট্রেলিয়া, ঝুলে আফগানরা

লাহোর: প্রবল বৃষ্টিতে আরও একবার পণ্ড হল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। আফগানিস্তানের বিরুদ্ধে ২৭৪ রানের টার্গেট তাড়া করছিল অস্ট্রেলিয়া। ১২.৫ ওভারে অজিরা এক উইকেটে ১০৯ রান তোলার পর বৃষ্টি নামে। খেলা আর শুরু করা যায়নি। এজন্য তোপের মুখে পড়ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অভিযোগ, মাঠ ঢাকা দিতে দেরি হয়েছে।
উভয় দল ২০ ওভার না খেলায় ম্যাচে কোনও ফলাফল হয়নি। অস্ট্রেলিয়া ও আফগানিস্তান দু’দলই পায় ১ পয়েন্ট। চার পয়েন্ট নিয়ে অজিরা উঠল সেমি-ফাইনালে। দ্বিতীয় দল হিসেবে শেষ চারে ওঠার লড়াই সীমাবদ্ধ দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যে। শনিবার ইংল্যান্ডকে হারালে পাঁচ পয়েন্টে পৌঁছবে প্রোটিয়ারা। ফলে গ্রুপের শীর্ষে থেকে উঠবে সেমি-ফাইনালে। কিন্তু ইংল্যান্ড জিতলে দক্ষিণ আফ্রিকা ও আফগানিন্তান, উভয় দলই আটকে থাকবে তিন পয়েন্টে। তখন নেট রান-রেট দেখা হবে। তাতে আফগানরা (-০.৯৯) অনেক পিছিয়ে দক্ষিণ আফ্রিকার (২.১৪) চেয়ে। প্রোটিয়ারা অন্তত ২০৭ রানে হারলে বা ১১.১ ওভারের মধ্যে ইংল্যান্ড রান তাড়া করলে তবেই নেট রান-রেটে রশিদ খানরা টেক্কা দেবেন বাভুমাদের। এদিন টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে আফগানিস্তান তুলেছিল ২৭৩। সর্বাধিক ৮৫ করেন সিদিকুল্লাহ অটল। তিন নম্বরে নেমে ৯৫ বলের ইনিংসে ছয়টি বাউন্ডারি ও তিনটি ছক্কা মারেন ২৩ বছর বয়সি। আজমাতুল্লাহ ওমারজাইয়ের সংগ্রহ ৬৭। পাঁচটি ছক্কা ও একটি চার হাঁকান এই অলরাউন্ডার। অজি বোলারদের মধ্যে সফলতম বেন ডোয়ারশুইস (৩-৪৭)। রান তাড়া করতে নেমে ট্রাভিস হেডের (অপরাজিত ৫৯) দাপটে ঝড়ের গতিতে একশো পেরোয় অস্ট্রেলিয়া। ম্যাথু শর্ট (২০) ফেরার পর হেডের সঙ্গী ছিলেন স্টিভ স্মিথ (অপরাজিত ১৯)।
11h 11m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও সুখবরে  মানসিক তৃপ্তি । ঝুঁকিপূর্ণ আর্থিক লেনদেনে সতর্ক হন।  ব্যবসায় বড় কোনও পরিবর্তন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা