বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

৯৫২ কোটির অর্ধেকেরই হিসেব নেই আরটিআইয়ে বেআব্রু মোদির ‘বেটি বাঁচাও বেটি পড়াও’

নয়াদিল্লি: ২০১৫ সালের ২২ জানুয়ারি ঢাক-ঢোল পিটিয়ে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচি চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন একটিও নির্বাচনী সভা নেই, যেখান থেকে তিনি বুক ঠুকে সেকথা প্রচার করেননি। কিন্তু মোদির এই সাধের প্রকল্পেই এবার গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ উঠল। তথ্যের অধিকার আইনে (আরটিআই) পাওয়া সরকারি জবাব বলছে, গত ১০ বছরে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ খাতে খরচ হয়েছে ৯৫২ কোটি ৪ লক্ষ টাকা। কিন্তু এর মধ্যে প্রায় ৪৫৫ কোটি টাকা কোথায় খরচ হল, তার কোনও হিসেব মিলছে না। সরকারি তরফে ২০২৩-২৪ অর্থবর্ষ পর্যন্ত রাজ্যগুলিকে প্রদেয় বরাদ্দের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। তাতেই ধরা পড়েছে এই গরমিল। কোথায় ‘উধাও’ হয়ে গেল বিপুল পরিমাণ অর্থ? নিরুত্তর নারী ও শিশুকল্যাণ মন্ত্রক। এনিয়ে মোদি সরকারকে তুলোধোনা শুরু করেছে বিরোধী শিবির। প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রীর ‘না খাউঙ্গা না খানে দুঙ্গা’ প্রতিশ্রুতি কোথায় গেল? কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের তোপ, ‘আমরাও অতীতে ‘বেটি বাঁচাও’ কর্মসূচি নিয়ে মোদিজিকে তিনটি প্রশ্ন করেছিলাম। তার মধ্যে একটি ছিল, তথ্য গোপন করা সংক্রান্ত। আজ আরটিআই থেকে পাওয়া সর্বশেষ জবাবে মোদি সরকারের মিথ্যার হাঁড়িটা ফের ফেটে গেল।’
সম্প্রতি আরটিআইয়ের অধীনে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের খরচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন সমাজকর্মী অজয় বসু। কিন্তু কোথায় কোথায় কত টাকা ব্যয় হয়েছে, সেব্যাপারে সুনির্দিষ্ট জবাব দিতে পারেনি নারী ও শিশুকল্যাণ মন্ত্রক। অসন্তুষ্ট হয়ে অজয়বাবু ফাইনাল অ্যাপিলেট অথরিটিতে (এফএএ) আবেদন করেন। নতুন জবাবে জানানো হয়, প্রকল্প চালু হওয়া থেকে ২০২৩-২৪ অর্থবর্ষ পর্যন্ত মোট ৪৯৬.৯৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দেশের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে। অর্থাৎ, দু’দফায় আসা জবাবে টাকার অঙ্কের ফারাক প্রায় ৪৫৫ কোটির। ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ নিয়ে এর আগেও অভিযোগ উঠেছে। ২০২২ সালে সংসদে এক প্রশ্নের জবাবে নারী ও শিশুকল্যাণ মন্ত্রক জানিয়েছিল, ২০১৬-১৭ থেকে ২০১৯-২০ সাল পর্যন্ত এই প্রকল্পে ৫৫৫ কোটি ২৭ লক্ষ বরাদ্দ হয়েছিল। তার মধ্যে ৩৫১ কোটি ৫৫ লক্ষই খরচ হয়েছে বিজ্ঞাপন ও প্রচারে। অর্থাৎ এই খাতে ৬৩.৩ শতাংশ অর্থ ব্যয়। শিশুকন্যাদের কল্যাণের কাজে খরচ হয়েছে নামমাত্র টাকা। এবার আরটিআইয়ের জবাবে আরও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এল।
বেটি বাঁচাও বেটি পড়াও
 ২০১৪-১৫ অর্থবর্ষ থেকে গত ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত মোট ব্যয় ৯৫২ কোটি ৪ লক্ষ টাকা
 ২০২৩-২৪ অর্থবর্ষ পর্যন্ত রাজ্যগুলিকে বরাদ্দ করা হয়েছে ৪৯৬ কোটি ৯৭ লক্ষ টাকা
 বাকি ৪৫৫ কোটি টাকা কোথায় খরচ হল? হিসেব নেই মোদি সরকারের কাছে?
 ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ পর্যন্ত খরচ করতে পেরেছে ৩৭০ কোটি ৩৪ লক্ষ টাকা।
 বাকি সাড়ে ১২৬ কোটি টাকা এখনও পড়ে রয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কোষাগারে
11h 11m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও সুখবরে  মানসিক তৃপ্তি । ঝুঁকিপূর্ণ আর্থিক লেনদেনে সতর্ক হন।  ব্যবসায় বড় কোনও পরিবর্তন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা