বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

মুম্বই দখলে মরিয়া ভারতসেরা মোহন বাগান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে অশ্বমেধের ঘোড়া মোহন বাগান। সবচেয়ে বেশি জয়, ক্লিনশিটের রেকর্ড গড়ে দু’টি ম্যাচ বাকি থাকতেই লিগ-শিল্ড নিশ্চিত করেছে হোসে মোলিনার দল। তবে শনিবার মুম্বই সিটির বিরুদ্ধে মোহন বাগানের সম্মান রক্ষার লড়াই। ফুটবল এরিনায় মোহন বাগানের বিপক্ষে অপরাজিত ছাংতে, বিপিনরা। সেই ট্রেন্ড বদলানোই হোসে মোলিনার চ্যালেঞ্জ। ভারতসেরা মোহন বাগান মুম্বই দখলে মরিয়া।
আইএসএলের অন্যতম দুই সফল দল, মোহন বাগান ও মুম্বই সিটি এফসি। দু’টি দলই দু’বার করে লিগ-শিল্ড জিতেছে। গতবার শুভাশিস বসুরা খেতাব পেলেও কলকাতা থেকে আইএসএল কাপ ছিনিয়ে নিয়ে গিয়েছে পিটার ক্র্যাটকির দল। হেড টু হেডেও মুম্বই সিটির আধিপত্য। মোট ১১ বারের সাক্ষাতে সাতবার জিতেছে মুম্বই। সেখানে মোহন বাগান মাত্র একবার। এমনকী, চলতি মরশুমে প্রথম লেগের ম্যাচে মোলিনা-ব্রিগেড দু’গোলের লিড নিয়েও জিততে পারেনি। যুবভারতীতে ম্যাচের ফল ২-২। মোহন বাগানেরই প্রাক্তনী তিরি এবং ক্রোমার লক্ষ্যভেদে পয়েন্ট নিয়ে যায় মুম্বই। তবে চলতি টুর্নামেন্টে একেবারেই ছন্দহীন ক্র্যাটকি-ব্রিগেড। শেষ ৫ ম্যাচে মাত্র ২টি জয়।। ২১ ম্যাচে ৩২ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে থাকলেও এখনও সুপার সিক্সে জায়গা নিশ্চিত নয় তাদের। তাই সাম্প্রতিক ফর্মের নিরিখে শীর্ষে থাকা মোহন বাগানকে (২২ ম্যাচে ৫২ পয়েন্ট) এগিয়ে রাখতে হবে। শেষ পাঁচ ম্যাচের সবকটিই জিতেছে সবুজ-মেরুন ব্রিগেড। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম একাদশে সম্ভবত জেমির সঙ্গে জুটি বাঁধবেন গ্রেগ স্টুয়ার্ট। পুরনো টিমের বিরুদ্ধে জ্বলে উঠতে বাড়তি তাগিদ থাকবে স্কটিশ মিডিওর। মোহন বাগানের দুই উইঙ্গার মনবীর সিং ও লিস্টন কোলাসো গতির বিস্ফোরণে প্রতিপক্ষকে ছারখার করে দিতে ওস্তাদ। এই দু’জনকে আটকাতে না পারলে তিরিদের কপালে দুঃখ রয়েছে। পাশাপাশি মোহন বাগানের রক্ষণের কথাও উল্লেখ করতে হবে। চলতি মরুশুমে ১৪টি ক্লিনশিট রাখতে সক্ষম শুভাশিস-টম আলড্রেডরা। কার্ড সমস্যায় জেসন কামিংস নেই। এছাড়া সাহাল আব্দুল সামাদেরও চোট। কোচ হোসে মোলিনার কথায়, ‘পরিসংখ্যান দিয়ে ফুটবল হয় না। মুম্বই অবশ্যই শক্তিশালী দল। তবে জয়ের লক্ষ্যেই ঝাঁপাব।’ অন্যদিকে ছাংতে, ব্রেন্ডন, জন তোরালরাও চ্যালেঞ্জ জানাতে তৈরি। নজর থাকবে বিপিন সিংয়ের উপরও। মোহন বাগানের বিরুদ্ধে জ্বলে ওঠা এই মণিপুরি উইঙ্গারের পুরনো অভ্যাস। কোচ পিটার ক্র্যাটকির কথায়, ‘মোহন বাগান লিগ-শিল্ড জিতেছে। ওদের সম্মান দিতেই হবে। তবে আমার ছেলেরাও লড়াইয়ের জন্য তৈরি।’
 খেলা শুরু বিকেল ৫টায়। সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টসে।
10h 10m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও সুখবরে  মানসিক তৃপ্তি । ঝুঁকিপূর্ণ আর্থিক লেনদেনে সতর্ক হন।  ব্যবসায় বড় কোনও পরিবর্তন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা