বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

কিউয়িদের বিরুদ্ধেই পরীক্ষা টিম ইন্ডিয়ার, মন্তব্য দিলীপ বেঙ্গসরকরের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ছন্দে ভারত। প্রথম দু’টি ম্যাচে সহজ জয়ের সুবাদে ইতিমধ্যেই সেমি-ফাইনালে জায়গা নিশ্চিত করেছেন রোহিত শর্মারা। তবে ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকর মনে করছেন, ভারতের আসল পরীক্ষা নিউজিল্যান্ডের বিরুদ্ধে। শুক্রবার কাশীপুর-বেলগাছিয়া এমএলএ কাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘প্রথম দু’টি ম্যাচে সেভাবে পরীক্ষার মুখে পড়েনি ভারত। তবে নিউজিল্যান্ড কড়া চ্যালেঞ্জ জানাবে। কিউয়ি দলে দক্ষ স্পিনার রয়েছে। ওদের পরিসংখ্যানও ভারতের বিরুদ্ধে যথেষ্ট ভালো। তাই নিউজিল্যান্ডকে হারাতে হলে রোহিতদের খুবই ভালো খেলতে হবে।’
নিউজিল্যান্ডও প্রথম দুই ম্যাচ জিতে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে। রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচে নির্ধারণ হবে গ্রুপ টপার। গত ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস তুঙ্গে। পাশাপাশি বিরাট কোহলির ছন্দে ফেরা বাড়তি অক্সিজেন জোগাচ্ছে টিম ইন্ডিয়াকে। বাবর আজমদের বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকিয়েছেন মহাতারকা। কোহলির প্রশংসায় বেঙ্গসরকরের মন্তব্য, ‘বিরাট কোহলির ক্লাস নিয়ে সন্দেহের অবকাশ নেই। বড় মঞ্চে জ্বলে উঠতে পছন্দ করে ও। পাকিস্তানের বিরুদ্ধে শুধু শতরানই হাঁকায়নি, দায়িত্ব নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছে।’ এদিকে, হাইব্রিড মডেলে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটা ম্যাচ দুবাইয়ে খেলছে। তাতে রোহিত শর্মারা বাড়তি সুবিধা পাচ্ছেন বলেই মনে করছেন অনেকে। সম্প্রতি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নাসির হোসেন এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। বেঙ্গসরকরকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তাঁর জবাব, ‘হেরে গেলে ইংল্যান্ড বরাবরই কান্নাকাটি করে। ওদেরকে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। ক্রিকেটে পরিবেশ, পিচ সবার জন্য একই থাকে। ভারত তো আর আলাদা কোনও উইকেটে খেলছে না। রোহিতরা ভালো খেলছে বলেই জিতেছে। এখনও পর্যন্ত বুমরাহ অভাব সেভাবে চোখে পড়েনি। বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিলরা দুরন্ত ছন্দে। ট্রফি জেতারও অন্যতম দাবিদার ভারত।’
11h 11m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও সুখবরে  মানসিক তৃপ্তি । ঝুঁকিপূর্ণ আর্থিক লেনদেনে সতর্ক হন।  ব্যবসায় বড় কোনও পরিবর্তন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা