বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

চালুর পরই বিকল ওয়াটার এটিএম, গোসাবায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ঘটা করে ওয়াটার এটিএমের উদ্বোধন করেছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ। কিন্তু চালু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই বিকল হয়ে যায় সেই মেশিন। গোসাবা বাজারে এমন কাণ্ডে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এমনিতেই এই দ্বীপ জুড়ে পানীয় জলের সমস্যা রয়েছে। সেই জল কষ্ট দূর করতেই এই জলসত্র চালু করা হয়েছিল। সাধারণ মানুষের অভিযোগ, পাশের একটি খাল থেকে জল তুলে পরিস্রুত করে এই ওয়াটার এটিএমের মাধ্যমে পরিষেবা দেওয়া শুরু হয়েছিল। কিন্তু শুরু থেকেই সেই জলে এত দুর্গন্ধ এবং নোংরা পড়ছিল যে, তা পান করার অযোগ্য হয়ে উঠেছিল। তারপর সেই মেশিন থেকে জল পড়াই বন্ধ হয়ে গিয়েছে। মাস দেড়েক আগে গোসাবার মূল ভূখণ্ডে ভ্যান স্ট্যান্ডের ঠিক পাশেই এই ওয়াটার এটিএমের উদ্বোধন করা হয়েছিল। এখনও সেই মেশিনের গ্রিলে উদ্বোধনের ফিতে ঝুলছে। কিন্তু গরম পড়তে না পড়তেই বিকল হয়ে পড়েছে সেই মেশিন। স্থানীয় দোকানদাররা বলছেন, এখানে এক টাকা এবং দু’টাকা দিলে যথাক্রমে ৫০০ মিলিলিটার এবং ১ লিটার করে জল পাওয়া যেত। কিন্তু এখন সেটা আরও বেশি দামে কিনে খেতে হচ্ছে। কারণ মেশিন খারাপ। ওয়াটার এটিএম বসানোর সরকারি উদ্যোগকে স্বাগত জানালেও, কেন সেটা এত তাড়াতাড়ি বিকল হয়ে পড়ল, তা নিয়ে প্রশ্ন এলাকাবাসীর। রক্ষণাবেক্ষণের অভাবেই কি এই পরিণতি? এই নিয়ে জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল বলেন, বিষয়টি আমার নজরে কেউ আনেননি। তবে দ্রুত যাতে সেটি সারাই করা হয়, সেই ব্যবস্থা করা হবে। এদিকে, গোসাবার মত বারুইপুর সহ জেলার আরও কয়েকটি জায়গায় এই ওয়াটার  এটিএম বহুদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বলে 
অভিযোগ। -নিজস্ব চিত্র
3h 3m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা