বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

১০ হাজার টাকা না দেওয়ায় এনআরএসে বেড ‘অমিল’! 

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও কলকাতা: হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বারাসতের কদম্বগাছির গৃহবধূ। তাঁকে বারাসত থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় কলকাতার এনআরএস হাসপাতালে। সেখানে রোগী ভর্তির সমস্ত প্রক্রিয়াও হয়ে গিয়েছিল। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও মেলেনি বেড। তাঁদের বলা হয়, বেড পেতে গেলে দিতে হবে ‘তোলা’—এমনটাই অভিযোগ পরিবারের। কিন্তু টাকা দিতে না পারায় রোগীকে এনআরএসে ভর্তি করতে পারেননি পরিবারের লোকজন। তাই অ্যাম্বুলেন্সে করেই তাঁকে ফিরিয়ে নিয়ে আসা হল বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি।
জানা গিয়েছে, বারাসতের কদম্বগাছি এলাকার বাসিন্দা তপন মণ্ডল। তাঁর স্ত্রী দেবী মণ্ডল রবিবার সন্ধ্যায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাঁকে অ্যাম্বুলেন্স ভাড়া করে সোজা নিয়ে চলে যান এনআরএস হাসপাতালে। সেখানে গিয়ে প্রাথমিকভাবে ইমার্জেন্সিতে চিকিৎসাও হয়। পরে হাসপাতালে বেডে রেখে তাঁর চিকিৎসা হবে বলে সমস্ত কাগজপত্র তৈরি হয়। সিরিয়াল নম্বর এনআরএসএম/পিভি২৫০০০২৩৮৩৩। রেজিস্ট্রেশন নম্বর এনআরএসএম/আরজি২৫০০২১৯৭৫৭। কিন্তু, এরপরে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। হাসপাতালের ইমার্জেন্সির সামনে চাতক পাখির মতো বেডের জন্য অপেক্ষা করেন পরিবারের লোকজন। কিন্তু, হাসপাতালের এক চিকিৎসক এসে রোগীর পরিবারকে বলেন, ১০ হাজার টাকা দিলে বেড পাওয়া যাবে। এরপর পরিবারের লোকজন চিকিৎসককে অনুরোধ করে কিছু টাকা কম নিতে বলেন। এমনকী ৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাবও দেন গৃহবধূর স্বামী। কিন্তু, তাতেও রাজি হননি চিকিৎসক। একপ্রকার পরিস্থিতি বেগতিক বুঝতে পেরেই অ্যাম্বুলেন্সে করে দেবীকে বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ বিষয়ে রোগীর স্বামী তপন বলেন, এনআরএসের মতো হাসপাতালে যদি এমন অবস্থা হয়, তাহলে বলার কিছু নেই। এই ধরনের ঘটনা কী কারণে বুঝতে পারছি না। আমাদের কাছে চিকিৎসক বেডের জন্য ১০ হাজার  টাকা দাবি করেন। কিন্তু টাকা না দেওয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষা করে বারাসত হাসপাতালে নিয়ে আসতে হয়েছে স্ত্রীকে। আমিও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত। নিজেরই অবাক লাগছে। এনিয়ে হাসপাতালের এক পদস্থ কর্ত্রী জানান, কোন‌ও লিখিত অভিযোগ পাইনি। তাও যখন বলা হচ্ছে, নিশ্চয়ই খতিয়ে দেখা হবে।  নিজস্ব চিত্র
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা