বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

হাবড়ায় ভিন রাজ্যের বহু ‘ভূতুড়ে’  ভোটার, বৈঠকে দাবি শাসকদলের

নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাবড়াতেও রয়েছে বহু ‘ভূতুড়ে ভোটার’। সেই ভোটারদের ধরার কাজ শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে ভুয়ো ভোটারদের ক্ষেত্রে বিভিন্ন রকম তথ্য উঠে এসেছে তৃণমূলের কাছে। কেউ করেছেন ৭০ বছরের ভোটার কার্ড। আবার কেউবা স্থায়ী বাসিন্দা না হলেও ভোটার কার্ড হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, প্রকৃত ভোটারের ছবির উপর দেওয়া হয়েছে অন্যজনের ছবি। স্বাভাবিকভাবে হাবড়ায় ভূতুড়ে ভোটারের সংখ্যা অনেকটাই রয়েছে, তা স্পষ্ট তৃণমূল নেতৃত্বের কথায়।
এ নিয়ে সোমবার সাংবাদিক সম্মেলন করেন হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা। সঙ্গে ছিলেন শহর তৃণমূলের সভাপতি সীতাংশু দাস ও হাবড়া ১ নম্বর ব্লকের সভাপতি জ্যোতি চক্রবর্তী। নারায়ণবাবু বলেন, দলনেত্রী ও বিধায়কের নির্দেশ মতো আমাদের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই অসংখ্য ভুয়ো ভোটারের হদিশ আমরা পেয়েছি। তালিকা তৈরি হচ্ছে। কয়েকদিনের মধ্যেই পূর্ণাঙ্গ তালিকা পেলে কত ভুয়ো ভোটার আছে, তা বলা যাবে। তবে, সংখ্যাটি যথেষ্ট উদ্বেগজনক বলেই দাবি চেয়ারম্যানের। তাঁর কথায়, যে তথ্য আমরা পেয়েছি, তাতে দেখা যাচ্ছে ওড়িশা সহ ভিন রাজ্যের ভোটাররা রয়েছেন। অনেকে এখানে কর্মসূত্রে এসে ভোটার কার্ড করেছেন। অনেকে বৃদ্ধ বয়সে ভোটার কার্ডে নাম তুলছেন। বুথভিত্তিক সমীক্ষায় দেখা গিয়েছে, অনেক ভোটারের অস্তিত্ব নেই। চেয়ারম্যান আরও বলেন, আমাদের বিধানসভা এলাকায় মোট ২৬১টি বুথ রয়েছে। এর মধ্যে মছলন্দপুরে অঞ্জনা পাল নামে এক ভোটারের ছবি পরিবর্তন করা হয়েছে। এই ধরনের গুচ্ছগুচ্ছ অভিযোগ রয়েছে।
অন্যদিকে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ভোটারদের নথি যাচাই শুরু হয়েছে। বুথে যাঁরা কাজ করেন, তাঁদের বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে। তৃণমূলের শিক্ষক সেলের সদস্যরাও এই কাজ করছেন।  নিজস্ব চিত্র
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা