বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

পুলিসের নজরদারিতে উচ্চ মাধ্যমিকে বসল প্রেমিকাকে আত্মহত্যার প্ররোচনায় ধৃত ছাত্র

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: প্রেমিকার আত্মহত্যার ঘটনায় শনিবার এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছিল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা। সোমবার পুলিসি প্রহরায় পরীক্ষা দিল সে। এছাড়া শহর ও শহরতলীর ছোটখাটো ঘটনা ছাড়া প্রথম ভাষার পরীক্ষা কাটল নির্বিঘ্নে। বেশ কয়েক জন পরীক্ষার্থী হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছে। সব ক্ষেত্রেই প্রশাসন ছিল তৎপর। 
গত শুক্রবার সোনারপুরে আত্মঘাতী হয় এক কিশোরী। প্রেমিকের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ দায়ের করেছিল মৃতের পরিবার। শনিবার যুবককে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিস। তার ১৪ দিনের জেল হেফাজত হয়েছে। কিন্তু পড়ুয়ার বছর যাতে নষ্ট না হয়, তার জন্য বারুইপুর সংশোধনাগারের সুপারের কাছে পরীক্ষায় বসার আবেদন জানিয়েছিল তার পরিবার। তা মঞ্জুরও হয়। সোমবার পুলিসি প্রহরায় ক্যানিংয়ে পরীক্ষা দিয়েছে চম্পাহাটির ওই যুবক। পরীক্ষা শেষে পুলিসের ঘেরাটোপে সংশোধনাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তাকে। 
গাববেড়িয়া হাইস্কুলের এক ছাত্রীর সেন্টার পড়েছিল সারদামণি গার্লস হাইস্কুল। কিন্তু সে দক্ষিণ বারাসত শিবদাস আচার্য হাইস্কুলে চলে আসে। তৎক্ষণাৎ তাকে নিজের কেন্দ্রে পৌঁছে দেন এক সিভিক ভলান্টিয়ার। 
উত্তর ২৪ পরগনার নিমতায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল প্রতিবন্ধী এক পরীক্ষার্থীর। তড়িঘড়ি তাকে পুলিসের গাড়িতে তুলে পৌঁছে দেওয়া হয়। বনগাঁতেও একই ঘটনা নজরে এসেছে। দেরি হয়ে যাওয়ায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারছিল না এক পরীক্ষার্থী। বিষয়টি জানতে পেরে নিজেদের গাড়িতে করে ওই পরীক্ষার্থীকে পৌঁছে দেয় পুলিস। সোমবার ঘটনাটি ঘটেছে গোপালনগর থানা এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, টালিখোলার বাসিন্দা এক ছাত্রীর পাল্লা হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিট পড়েছে। বাড়ি থেকে বের হতে দেরি হয়ে গিয়েছিল। গাড়ি না পাওয়ায় গোপালনগর বাজারে এসে আর যেতে পারছিল না। পুলিস গাড়িতে করে দ্রুত তাকে পৌঁছে দেয়।
কাঁচরাপাড়ায় এক পরীক্ষার্থী অ্যাডমিট না নিয়ে চলে এসেছিল। ট্রাফিক পুলিসের কর্মীরা বাড়ি গিয়ে তার অ্যাডমিট নিয়ে আসে। হালিশহর পুরসভার পক্ষ থেকে দুটি হেল্পলাইন চালু করেছে পরীক্ষার্থীদের জন্য। 
অসুস্থতার কারণে হুগলির তারকেশ্বরে হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছে এক কিশোরী। সে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী। তবে পরীক্ষা দিতে পারল না চুঁচুড়ায় আত্মহত্যার চেষ্টা করা পরীক্ষার্থী। হাসপাতালে থেকেই তার পরীক্ষার ব্যবস্থা করার হলেও, সে পরীক্ষা দিতে পারেনি। রবিবার সকালে ওই ছাত্রী নিখোঁজ হয়ে গিয়েছিল। পুলিস তাকে উদ্ধার করে আনে। কিন্তু বিকেলে সে আত্মহত্যার চেষ্টা করে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের হুগলি জেলা যুগ্ম কো-অর্ডিনেটর শুভেন্দু গড়াই জানান, জেলায় পরীক্ষা নিয়ে কোনও সমস্যা হয়নি। -নিজস্ব চিত্র
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা