বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

ছাত্র ধর্মঘটের আড়ালে রাজ্যে বামেদের গুন্ডামি

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারী ছাত্রদের গাড়ি চাপা দিয়েছেন। এমনই অভিযোগে তাঁর পদত্যাগ ও গ্রেপ্তারির দাবিতে সোমবার রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠনগুলি। অথচ দেখা গেল, ধর্মঘটের নামে রাজ্যজুড়ে কার্যত গুন্ডামি চালিয়েছে বামেরা। দিনভর হাতাহাতি, রক্তারক্তির একাধিক ঘটনার সাক্ষী থাকল রাজ্যবাসী। এদিনই ছিল উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা। এমন একটি দিনে ধর্মঘটের ডাক দেওয়া নিয়ে আগেই বিতর্ক তৈরি হয়েছিল। এই আবহে এসএফআই ও টিএমসিপি নেতারা জড়িয়ে পড়লেন হুমকি-পাল্টা হুমকির বাগযুদ্ধে। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে সোশ্যাল মিডিয়ায় ‘চালিয়ে খেলা’র বার্তা দিতেই তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, ‘টিএমসিপি চালিয়ে খেলা শুরু করলে এসএফআই মাঠের বাইরে চলে যাবে।’ দিনভর উত্তপ্ত থাকল যাদবপুর বিশ্ববিদ্যালয়ও। সন্ধ্যায় সেখানে এসএফআইয়ের সঙ্গে হাতাহাতিতে জড়ায় এবিভিপি। এদিন রাতে সিপিএমের মিছিল ঘিরে লেকটাউনের কালিন্দী এলাকায় অশান্তি বাধে। শিক্ষামন্ত্রীর কুশপুতুল পোড়ানোর সময় পুলিসের সঙ্গে সিপিএম কর্মী-সমর্থকদের তুমুল ধস্তাধস্তিও হয়। পুলিসের উপর হামলার অভিযোগও উঠেছে।
এদিন সকালে দুই মেদিনীপুরের বিভিন্ন কলেজে ছাত্র সংঘর্ষ হয়। পাঁশকুড়া বনমালী কলেজ উত্তাল হয় টিএমসিপি-ডিএসও সংঘর্ষে। ডিএসও’র অভিযোগ, টিএমসিপির আক্রমণে তাদের ১০ জন সমর্থক আহত হয়েছেন। পাল্টা টিএমসিপি বলে, জোর করে কলেজের গেট বন্ধ করে দেওয়া হলে ছাত্রছাত্রীরাই ওদের সরিয়ে দিয়েছে। মেদিনীপুর কলেজে এসএফআইয়ের সঙ্গে টিএমসিপির দফায় দফায় ঝামেলা বাধে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছবিটাও ছিল একই। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ডিএসওর বিক্ষোভে আটকে পড়েন কয়েকজন পড়ুয়া। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি নেতারা অবস্থানরত এসএফআই কর্মীদের ওঠাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। সকালে শিলিগুড়ির বাঘা যতীন পার্ক চত্বরে ডিএসও কর্মীদের সঙ্গে হাতাহাতি হয় টিএমসিপির। 
কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে পিকেটিং শুরু করে বাম ছাত্র সংগঠনগুলি। যাদবপুরে এদিন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা ছিল। সূত্রের খবর, ইনস্ট্রুমেনটেশন ইঞ্জিনিয়ারিংয়ে একজন পরীক্ষা দিয়েছেন। বাকি ১১টি বিভাগে পরীক্ষা হয়নি। মাস কম বিভাগে অবশ্য সবাই পরীক্ষা দিয়েছেন। এদিন যে ক্যাম্পাসিং ছিল, তা নির্বিঘ্নে মিটেছে। এসএফআই জানায়, ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারা নিজেরাই ধর্মঘটে যোগ দেওয়ার কারণে পরীক্ষায় বসেননি। ছাত্র সংগঠন আইসা এবং ডব্লুটিআই বুধবার পর্যন্ত যাদবপুরে ক্লাস ও ল্যাব বয়কটের ডাক দিয়েছে। ধর্মঘটের উপর আক্রমণের প্রতিবাদে আজ, মঙ্গলবার এসএফআই রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। আজই যাদবপুরে ওয়েবকুপা সহ বিভিন্ন শিক্ষক ও অধ্যাপক সংগঠন ধিক্কার মিছিল করবে। শনিবারের ঘটনা নিয়ে ওয়েবকুপা এদিন সাংবাদিক সম্মেলন করে। তাঁদের অভিযোগ, এসএফআই শিক্ষামন্ত্রীকে হত্যার পরিকল্পনা করেছিল। ছবি ও ভিডিও তুলে ধরে তাঁদের আরও দাবি, জখম ছাত্রকে নিয়ে মিথ্যাচার করছে এসএফআই। যাদবপুরেই ফের তাঁরা সম্মেলন করবেন বলেও জানিয়েছেন। যাদবপুরের অধ্যাপক মনোজিত্ মণ্ডলের অভিযোগ, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘ছাত্র ধর্মঘট সফল। ব্রাত্য বসুকে গ্রেপ্তার করতেই হবে। দম থাকলে ক্যাম্পাসে নির্বাচন করে দেখাক।’ এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক সৃজন ভট্টাচার্য পাল্টা ভিডিও দেখিয়ে দাবি করেন, তৃণমূলই যাদবপুর নিয়ে মিথ্যাচার করছে। এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে হাইকোর্টে এদিন একাধিক মামলার আবেদন জমা পড়েছে। 
3h 3m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা