বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

অস্ট্রেলিয়াকে বশ মানাতে স্পিনই ভরসা রোহিতদের 

দুবাই: গত এক দশকে আইসিসি’র ট্রফি জেতার পথে ভারতের পথে বড় বাধা হয়েছে অস্ট্রেলিয়া। ২০১৫ ওডিআই বিশ্বকাপে সেমি-ফাইনালেই দৌড় শেষ হয়েছিল ক্যাঙারু বাহিনীর কাছে হেরে। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও ছিনিয়ে নিয়েছিল ডনের দেশ। তবে তেইশের ওডিআই বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষত এখনও দগদগে। ঘরের মাঠে লক্ষাধিক সমর্থকের সামনে ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের স্বপ্ন চুরমার হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে হেরে। পরের বছর টি-২০ বিশ্বকাপে সুপার এইটের লড়াইয়ে অবশ্য ডনের দেশকে টেক্কা দিয়েছিল ‘মেন ইন ব্লু’। সে তো দুধের স্বাদ ঘোলে মেটা। আসল বদলার মঞ্চ তৈরি দুবাইয়ে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমি-ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া।
চলতি টুর্নামেন্টে দুই দল এখনও পর্যন্ত অপরাজিত। ভারত হাঁকিয়েছে জয়ের হ্যাটট্রিক। মনোবল তুঙ্গে রোহিত বাহিনীর। গ্রুপে অস্ট্রেলিয়ার দু’টি ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। তবে ইংল্যান্ডকে হারিয়ে স্মিথ বাহিনী বুঝিয়ে দিয়েছে, খেতাব জয়ের প্রবল দাবিদার তারাও। তবে মঙ্গলবারের ম্যাচে কিছুটা হলেও এগিয়ে টিম ইন্ডিয়া। তার নেপথ্যে একাধিক কারণ। টুর্নামেন্টের শুরু থেকে দুবাইয়ে খেলছে রোহিত-ব্রিগেড। ফলে পিচ এবং পরিবেশের সঙ্গে দারুণভাবে মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। সেই সুযোগ থেকে বঞ্চিত অজিরা। তাছাড়া দুবাইয়ের পিচে সুবিধা পাচ্ছেন স্পিনাররা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত চার স্পিনার খেলিয়ে বাজিমাত করেছিল। এই ফর্মুলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও প্রয়োগের সম্ভাবনা প্রবল। বিপক্ষ শিবিরে আবার অ্যাডাম জাম্পা ছাড়া তেমন কোনও তারকা স্পিনার নেই। পার্ট-টাইম হিসেবে গ্লেন ম্যাক্সওয়েল বা লাবুশানে হাত ঘোরাবেন। যে কারণে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ বলছেন, লড়াইটা টিম ইন্ডিয়ার স্পিনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের। এই যুক্তি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। কারণ ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, জস ইংলিস, অ্যালেক্স কেরি এবং মারকুটে গ্লেন ম্যাক্সওয়েল ভারতীয় বোলারদের কঠিন পরীক্ষায় ফেলতে পারেন। তবে পিচ বড়ই মন্থর। ব্যাটে আসতে সময় লাগছে। তাই স্পিনের ইন্দ্রজালেই অজি ব্যাটসম্যানদের আটকে রাখার কৌশল নিতে পারেন কোচ গম্ভীর। সেক্ষেত্রে দুরন্ত ফর্মে থাকা বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেলের ভূমিকা হবে খুবই গুরুত্বপূর্ণ। গত ম্যাচে মিস্ট্রি স্পিনার বরুণ একাই কার্যত শেষ করে দিয়েছিলেন নিউজিল্যান্ডকে। ৫ উইকেট নিয়ে অজিদের  হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজারা চাপ বাড়াতে পারলে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস নামানো খুব একটা কঠিন হবে না। তবে নতুন বলে আরও আগ্রাসী হতে হবে মহম্মদ সামিকে। ঝুঁকি নিয়ে দ্বিতীয় পেসার হিসেবে হার্দিক পান্ডিয়ার উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। তবে অজিদের বিরুদ্ধে অর্শদীপের রেকর্ড ভালো। বাঁ হাতি পেসারকে খেলানোর কথা ভাবা উচিত রোহিত বাহিনীর। 
ভারতের সবচেয়ে দুর্বল জায়গা হল টপ অর্ডার। আর সেখানেই শুরুতে আঘাত হানতে চাইবেন অজি পেসাররা। ভাগ্য ভালো, চোটের কারণে টুর্নামেন্টে নেই কামিন্স, স্টার্ক, হ্যাজলউডদের মতো তারকা পেসাররা। এই সুযোগ কাজে লাগানো উচিত রোহিত শর্মা, বিরাট কোহলি, গিলদের। মিডল অর্ডারে দুরন্ত ফর্মে শ্রেয়স ও অক্ষর। কিন্তু লোকেশ রাহুলে আস্থা কমছে। উইকেটকিপিং একেবারেই থার্ড ক্লাস। তবুও রাহুলের পাশে দাঁড়িয়েছেন কোচ। তাই ঋষভের ভাগ্যে শিকে ছেঁড়ার সম্ভাবনা কম।
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা