বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

‘দুবাই আমাদের ঘরের মাঠ নয়’. মন্তব্য হিটম্যানের

দুবাই: আইসিসি ইভেন্টের নক-আউটে অস্ট্রেলিয়া বারবার চুরমার করেছে টিম ইন্ডিয়ার স্বপ্ন। ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে এখনও টাটকা মোতেরায় ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনাল। তার পর মঙ্গলবার ফের পঞ্চাশ ওভারের ফরম্যাটে মুখোমুখি দু’দল। ভারত অধিনায়ক রোহিত শর্মার গলায় তাই সতর্কতা, ‘অজিরা প্রতিপক্ষ হিসেবে দুর্ধর্ষ। টেনশনের ম্যাচ হতে চলেছে। তবে এখন একদিনের ক্রিকেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়। আর সেমি-ফাইনাল মানে উভয় দলই চাপে থাকবে। জিততে শুধু আমরা নয়, ওরাও মরিয়া থাকবে। গত তিন ম্যাচে আমরা যেভাবে খেলেছি তা মেলে ধরাই লক্ষ্য। অস্ট্রেলিয়া কীভাবে খেলে তা আমাদের জানা। বোলিং ও ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের কী করণীয় তা জানি। সবকিছু ঠিকঠাক করতে পারলে ফল আমাদের পক্ষে আসবে।’
দুবাইয়ের পিচে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলেছে ভারত। ক্রিকেট মহলে তা নিয়ে চলছে সমালোচনা। বলা হচ্ছে, বাড়তি সুবিধা পাচ্ছে রোহিত শর্মা ব্রিগেড। হিটম্যান যদিও তা মানছেন না। তাঁর বক্তব্য, ‘তিনটি ম্যাচের প্রতিটিতেই পিচের আচরণ পাল্টেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরুতে যেমন বল সুইং করছিল। প্রথম দুটো ম্যাচে তা হয়নি। আবার এই ম্যাচে বল অনেকটা ঘুরেছে। সেটাও আগে হয়নি। মাথায় রাখতে হবে যে, দুবাই মোটেই আমাদের হোম নয়। এখানের পিচ আমাদের কাছে তাই অজানা। চার-পাঁচটা পিচ রয়েছে মাঠে। সেমি-ফাইনালে কোন পিচে খেলা হবে তা জানি না। তবে পিচ যেমনই হোক না কেন, তার সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের।’
কিউয়িদের বিরুদ্ধে চার স্পিনারে খেলার সুফল পেয়েছে ভারত। স্টিভ স্মিথের দলের বিরুদ্ধেও সেই ফর্মুলায় আস্থা রাখার সম্ভাবনা যথেষ্ট। রোহিতের কথায়, ‘আমরা এখানের কন্ডিশন সম্পর্কে জানি। তাই সঠিক কম্বিনেশন নিয়ে ভাবব। তবে চার স্পিনারে খেলার ব্যাপারটা রীতিমতো লোভনীয়।’ ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে ৫ উইকেট নেওয়া বরুণ চক্রবর্তী সম্পর্কে ক্যাপ্টেনের মন্তব্য, ‘আগের চেয়ে অনেক বেশি নিখুঁত নিশানা হয়েছে। বেড়েছে অভিজ্ঞতাও। নিজের বোলিং সম্পর্কে জ্ঞানও বেড়েছে। বরুণের বৈচিত্র্য কিন্তু আমাদের ব্যাটাররাও নেটে বুঝতে পারে না। দুর্দান্তভাবে গতির হেরফের করে ও। নি঩বিড় রহস্য রয়েছে ওর বোলিংয়ে। বরুণের সাফল্য দলের কাছে ভালো লক্ষণ। প্রতিভার জোরেই বাজিমাত করেছে ও।’নিউজিল্যান্ডের বিরুদ্ধে চাপের মুখে ভারতীয় মিডল অর্ডারের লড়াই প্রশংসা কুড়িয়েছে রোহিতের। অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেলের দক্ষতারও তারিফ করেন তিনি।
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা