বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

৭০০ কোটি প্রতারণার পর্দা ফাঁস, সর্বস্বান্ত ৫০ হাজার, বান্ধবী সহ ১২ ডিরেক্টরই দুবাইয়ে ফেরার

শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: সারদা-রোজভ্যালি কাণ্ডের পর  রাজ্যে আবার বড় মাপের আর্থিক প্রতারণা। এবার টোপ শেয়ার ও ক্রিপ্টোতে বিনিয়োগের। বেসরকারি অর্থলগ্নি সংস্থার নামে সাধারণ মানুষকে বোকা বানিয়ে তোলা হয়েছিল ৭০০ কোটি টাকা! আর তারপরই বান্ধবীর সঙ্গে তল্পিতল্পা গুটিয়ে দেশ ছেড়ে ফেরার কোম্পানির কর্ণধার শুভ্রকান্তি নাগ। সঙ্গে সংস্থার বাকি ১১ জন ডিরেক্টরও। মোট ৫০ হাজার লগ্নিকারীকে সর্বস্বান্ত করে তাঁরা দুবাই পাড়ি দিয়েছেন বলে অভিযোগ। গত ২৮ জানুয়ারি বিপুল অঙ্কের এই প্রতারণা কাণ্ডের তদন্তে নেমেছে রাজ্য পুলিসের ডিরেক্টরেট অব ইকনমিক অফেন্সেস (ডিইও)। অবশ্য তার আগেই দুবাইতে বান্ধবীকে নিয়ে মোচ্ছবে মেতেছেন মূল অভিযুক্ত। পলাতকদের পাসপোর্ট নম্বর জোগাড় করে ‘রেড কর্নার’ নোটিস জারির জন্য ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে তদন্তকারী সংস্থা। দেশের সমস্ত বিমানবন্দরে পলাতকদের পাসপোর্টের নথি পাঠানো হয়েছে। 
ডিইও সূত্রে খবর, শুভ্রকান্তি প্রথমে একটি কোম্পানিতে কাজ করতেন। তাঁর দায়িত্ব ছিল, কোনও কোম্পানির শেয়ারে বিনিয়োগ ও রিটার্ন সম্পর্কে পরামর্শ দেওয়া। তারপর নিজেই হয়ে যান ‘শেয়ার গুরু’। খোলেন নিজের সংস্থা— ‘স্টকস গুরুকুল, প্রফিট অ্যাক্সিস, এক্সচেঞ্জ অ্যান্ড ট্রেডনেক্সট সিকিওরিটিস প্রাইভেট লিমিটেড’। এমডি স্বয়ং শুভ্রকান্তি। পরিবারের সকলেই ডিরেক্টর। পরে বান্ধবীর নামে আরও একটি সংস্থা খোলেন। মোট ২৫টি কোম্পানি খুলে চলেছে এই প্রতারণা ব্যবসা।
অভিযোগ, প্রথমে নদীয়ার তাহেরপুর ও কল্যাণীতে খোলা হয়েছিল অফিস। পরে অন্য জেলাতেও বাড়ে সংস্থার দপ্তরের সংখ্যা। ২০২০ সালে শেয়ারে বিনিয়োগের নামে টাকা তোলা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় চলে প্রচার। আগ্রহী লগ্নিকারীদের নিয়ে তৈরি হয় গ্রুপ। অভিযোগ, সেখানে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হতো বিভিন্ন কোম্পানির শেয়ারের তথ্য। তাতে বিশ্বাস করেই লগ্নি শুরু করেন আমানতকারীরা। সারদা, রোজভ্যালির মতোই এজেন্ট ও আমানতকারীদের নিয়ে প্রতিবছর বিজনেস মিট আয়োজন করতেন কোম্পানির এমডি ও তাঁর বান্ধবী। সেখানে দুবাইতে ব্যবসার প্রলোভন দেখানো হতো। ধীরে ধীরে শেয়ার থেকে ব্যবসা ছড়ায় ক্রিপ্টোকারেন্সিতে। উদ্দেশ্যে একটাই, ‘তোলাবাজি’।
সম্প্রতি শুভ্রকান্তির কোম্পানির কীর্তিকলাপ প্রকাশ্যে আসে। টাকা লগ্নি করে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ জমা পড়ে তাহেরপুর ও কল্যাণী থানায়। পরে দেখা যায়, বিভিন্ন জেলা থেকে একইভাবে কোটি কোটি টাকা তুলেছে সংস্থাটি। ১২ জন ডিরেক্টরের বিরুদ্ধে মামলা রুজু হয়। ডিইও তদন্তে নেমে কোম্পানির অফিস, ডিরেক্টরদের বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি চালায়। সেখান থেকে বাজেয়াপ্ত নথি থেকে জানা যায়, ৫০ হাজার লোকের থেকে টাকা তুলেছিল কোম্পানি। বাজেয়াপ্ত করা হয় ১৩ হাজার ৪০০টি চেক। পুলিস সূত্রে খবর, আমানতকারীদের টাকা কোথাও বিনিয়োগ করা হয়নি। এই কাজে সাহায্য করেছেন বেসরকারি ব্যাঙ্কের এক কর্মী। সূত্রের দাবি, ইতিমধ্যে কোম্পানির ১১টি সম্পত্তি চিহ্নিত করা হয়। ফ্রিজ করা হয়েছে মোট ২৮ কোটি টাকা। তদন্তে দেখা গিয়েছে, দুবাইতে বসে সম্পত্তি হাতবদলেরও চেষ্টা করছে বসে ফেরার কর্ণধাররা।
3h 3m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা