বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

মডেল তকমা পেয়েছে বাগদার অর্ধেক গ্রাম, স্বচ্ছতার কাজে ইউনিসেফের প্রশংসা

সংবাদদাতা, বনগাঁ: পরিচ্ছন্ন থাকাই পবিত্র কাজ, এই কথা সামনে রেখে এগিয়ে চলেছে বাগদা ব্লক। এখানকার ১০৬টির মধ্যে ৪৯টি গ্রাম মডেল তকমা পেয়েছে। আরও ২৭ টি সে পথে হাঁটছে। মডেল গ্রাম গড়ার প্রথম ধাপ স্বচ্ছতা। সে দিকে বিশেষ নজর দিয়েছে ব্লক প্রশাসন। বাগদা ব্লকের ন’টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পাঁচটি রয়েছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। সিন্দ্রাণী পঞ্চায়েতের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প জেলা তো বটেই রাজ্যেও সাড়া ফেলেছে। ই-কার্টের মাধ্যমে গৃহস্থ বাড়ি ও বাজার থেকে বর্জ্য সংগ্রহ হয়। তা দিয়ে তৈরি হয় জৈব সার। এই কাজে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ফলে কর্মসংস্থান বেড়েছে। বেড়েছে আয়। ইতিমধ্যেই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিচালনায় ইউনিসেফের প্রশংসা পেয়েছে বাগদা ব্লক। উত্তর ২৪ পরগনার প্রান্তিক ব্লক বাগদা। এ এলাকা মূলত কৃষিপ্রধান। মৎস্যজীবীদেরও বাস এখানে। বয়ে গিয়েছে কোদালিয়া, ইছামতী সহ একাধিক নদী। ব্লকের বেশিরভাগ অংশে কাঁটাতারের বেড়া। বেড়ার ওপারে বাংলাদেশ। সে কারণে অনুপ্রবেশের সেফ করিডরও এ এলাকা। বাংলাদেশের দুষ্কৃতীদের অবাধ বিচরণ আছে। তবুও ব্লকের উন্নয়নের কাজ থমকে নেই। গ্রামগুলিতে হচ্ছে লিচ পিট ও সোক পিট। প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে রাস্তা তৈরির পরিকল্পনা চলছে। এখানকার প্রায় ৬০ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প পান। বিধবা ভাতা পান প্রায় সাত হাজার। বার্ধক্য ভাতার সুবিধা পাচ্ছেন প্রায় সাড়ে পাঁচ হাজার। দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার ও মানবিক ভাতার সর্বাধিক আবেদন জমা পড়েছে। ১৩ হাজার ২০২ উপভোক্তা আবাস যোজনায় অন্তর্ভুক্ত। এঁরা প্রথম কিস্তির ৬০ হাজার করে টাকা পেয়েছেন। ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, রাজ্যের মধ্যে অন্যতম ব্লক হিসেবে বাগদাকে গড়ে তুলতে কাজ চলছে। -নিজস্ব চিত্র
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা