বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

পিসি শাশুড়ি খুনে মা-মেয়েকে  হেফাজতে নিল মধ্যমগ্রাম থানা

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পিসি শাশুড়িকে খুনের ঘটনায় অভিযুক্ত মা ও মেয়েকে নিজেদের হেফাজতে নিল মধ্যমগ্রাম থানা। আপাতত সাতদিন মধ্যমগ্রাম পুলিসের হেফাজতে থাকবে ফাল্গুনী ও তার মা আরতি ঘোষ। এদিকে,  ধৃতদের হেফাজতে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা থেকে খুনে ব্যবহৃত বঁটি উদ্ধার ও খুনের আসল কাহিনি জানবেন বারাসত জেলা পুলিসের শীর্ষকর্তারা। এই ঘটনায় কোনও তৃতীয় ব্যক্তির যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।
শ্বশুরবাড়ির সঙ্গে ফাল্গুনীর কোনও সম্পর্ক ছিল না। শুধু পিসি শাশুড়ি সুমিতা ঘোষের সঙ্গেই যোগাযোগ রাখত সে। সুমিতা ডিভোর্সি, নিঃসন্তান। সোনার গয়না, নগদ টাকা, সম্পত্তি— সবই ছিল তাঁর। সেই সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য বরাবর চেষ্টা করেছে বউমা ফাল্গুনী। পিসি শাশুড়ির এটিএম কার্ডের পিন পরিবর্তন করে টাকাও হাতিয়েছে সে। বিষয়টি জানার পর তাঁর এক পরিচিতের সহায়তায় পিন নম্বর পরিবর্তন করেন সুমিতা। ফলে পিসি শাশুড়ির ব্যাঙ্ক থেকে টাকা হাতাতে গিয়ে বিপাকে পড়ে ফাল্গুনী। তদন্তকারীরা জানতে পারেন, দক্ষিণ বীরেশপল্লির ভাড়াবাড়ির চুক্তি সম্প্রতি শেষ হয়েছে। বাড়িওয়ালা ইতিমধ্যেই মা ও মেয়েকে ঘর ছেড়ে দেওয়ার জন্য নোটিস দিয়েছিলেন। ফাল্গুনী চেয়েছিল ফ্ল্যাট কিনতে। এজন্য পিসি শাশুড়ির কাছে টাকা চেয়েছিল। কিন্তু বউমাকে টাকা দিতে নারাজ ছিলেন সুমিতা। ১১ ফেব্রুয়ারি কলকাতায় আসার পর ফাল্গুনী তাঁকে জোর করেই দক্ষিণ বীরেশপল্লির বাড়িতে নিয়ে আসে। অশান্তির মধ্যেই ফাল্গুনী ও আরতি খুন করে সুমিতা ঘোষকে। পরের দিন বড় নীল ব্যাগে ভরে দেহটি কুমোরটুলিতে নিয়ে এসে গঙ্গার ঘাটে ফেলতে গিয়ে পুলিসের হাতে গ্রেপ্তার হয় মা-মেয়ে। 
তবে পুলিস জেনেছে, বাড়ি থেকে নীল ব্যাগ নিয়ে যাওয়ার আগে মা ও মেয়ে আরও একটি বড় ব্যাগ নিয়ে বের হয়েছিল। তাতেই খুনে ব্যবহৃত ধারালো বঁটি ছিল। সেটি পুকুরে ফেলে দিয়েছে মা ও মেয়ে। কিন্তু ব্যাগটি কি রংয়ের, তার মধ্যে ধারালো বঁটি ছাড়া আর কিছু ছিল কি না, জানার পাশাপাশি ব্যাগ উদ্ধারের চেষ্টা করছে পুলিস।
দু’দিন আগে বারাসত আদালত ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। তদন্তভার নেওয়ার পর মধ্যমগ্রাম থানা পুলিসি হেফাজতের আবেদন করায় সোমবার বিচারক সাতদিনের জন্য তা মঞ্জুর করেছেন। সরকারি আইনজীবী মেহতাব আলম বলেন, পুলিস জেরা করে খুনের বিষয়ে বেশ কয়েকটি তথ্য জানার চেষ্টা করবে। এনিয়ে বারাসত পুলিস জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন, পুলিসি হেফাজতে থাকাকালীন ধৃতদের জেরা করে খুনের প্রকৃত কারণ জানার চেষ্টা করা হবে।
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা