বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

জোড়া মেটাল ডিটেক্টরের নজরদারি এড়িয়ে মোবাইল নিয়ে ঢুকে পড়ল পরীক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটি নয়, জোড়া মেটাল ডিটেক্টরের নজরদারি এড়িয়েও পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়ল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। শুধু ঢুকে পড়াই নয়, প্রশ্নপত্রের ছবিও তুলে ফেলেছিল মোবাইলে। একেবারে শেষ মুহূর্তে পরিদর্শক শিক্ষকের হাতে ধরা পড়ে সে। তার মোবাইল ফোনটি এবং অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত করা হয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ীই পরীক্ষার্থীর এনরোলমেন্ট এবং এবছরের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। গেটে নজরদারির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের কাছে এই ব্যাপারে জবাবও তলব করবে সংসদ। মালদহে অবশ্য এক ছাত্র মোবাইল নিয়ে গেটে ঢোকার সময়ই ধরা পড়ে। তবে, ভুলবশত হয়েছে বলে জানালে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়।
কিছু স্কুলের দাবি ছিল, মেটাল ডিটেক্টর ঠিকমতো কাজ করেনি। তবে, সংসদের দাবি, ব্যাটারির সমস্যাই কাজ করেছে এক্ষেত্রে। তবে, বাড়তি একটি ব্যাটারিও দেওয়া ছিল। তাই সমস্যা হওয়ার কথা নয়। কর্তাদের বক্তব্য, একটি মেটাল ডিটেক্টর কেন্দ্রগুলিকে সংসদই দিয়েছে। আর একটির ব্যবস্থাও রাখতে বলা হয়েছিল। এদিকে, অনেক স্কুলেই পরীক্ষার্থীদের হাতের অ্যানালগ ঘড়ি (যা অনুমোদিত) খোলানো হয়েছে। ব্যাগ রাখার জন্য আলাদা ব্যবস্থাও করা হয়নি। সংসদ থেকে ফের নির্দেশ যাচ্ছে, সব ঘরে দেওয়াল ঘড়ি না থাকলে অ্যানালগ ঘড়ি পরতে দিতে হবে। রাখতে হবে ব্যাগ রাখার পৃথক ব্যবস্থাও। 
এদিন উত্তর ২৪ পরগনার পাঁচটি কেন্দ্র পরিদর্শনে যান সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, সামান্য কিছু ঘটনা বাদ দিলে প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই মিটেছে। বাড়তি সতর্কতার জন্য প্রশ্নপত্রে ‘রিভার্স জ্যাকেট’ পদ্ধতি ছিল। এতে প্রশ্নপত্রের প্রথম পাতার সঙ্গে শেষ পাতা জোড়া ছিল। স্কেল দিয়ে পরীক্ষার্থীরাই সেগুলি খুলেছে। এর ফলে, পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র আসার আগে তার ছবি তোলার সম্ভাবনা অনেকটাই এড়ানো গিয়েছে। এদিন নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলে পরিদর্শনে গিয়েছিলেন সভাপতি। সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও পড়াশোনা করেছেন। প্রাক্তনীর পাশে দাঁড়িয়ে সেখানকার শিক্ষকরা ‘ছিঃ ধিক্কার!’ লেখা ব্যাজ পরে ডিউটি করেন।
হাসিমারার একটি স্কুলের সামনে ১৬টি হাতির দল চলে এসেছিল পরীক্ষার আগে। পুলিস এবং বনকর্মীরা বক্সার জঙ্গলে হাতিগুলিকে তাড়িয়ে পরীক্ষা কেন্দ্র নিরাপদ করেন। বাঁকুড়ার জয়পুরে এক পরীক্ষার্থী আত্মঘাতী হয়েছে। কোচবিহারের সিতাইয়ে টোটো উল্টে জখম হওয়ায় প্রথম দিন পরীক্ষা দিতে পারল না এক ছাত্রী। জলপাইগুড়িতে দু’বছর আগের অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গেলে এক ছাত্রীকে আটকে দেয় পুলিস। এ নিয়ে সেই কেন্দ্রে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে।
7h 7m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা