বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

দুর্নীতির বড়সড় পর্দাফাঁস দিল্লি এইমসে, পাত্তা দেওয়া হয়নি কেন্দ্রের নোটিস!

নয়াদিল্লি, ৪ মার্চ: দেশের অন্যতম সেরা চিকিৎসা প্রতিষ্ঠান দিল্লি এইমস। সেখানেও বাসা বেধেছে দুর্নীতি। চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে অনিয়োমের অভিযোগ উঠেছে এই চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এখানেই শেষ নয়। অভিযোগ খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে এইমস ডিরেক্টরের কাছে নির্দেশ পাঠানো হলেও, তাতে সাড়া পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। অর্থাৎ সরকারি নির্দেশ সত্ত্বেও গোটা বিষয়টিতে নির্বিকার হাসপাতাল কর্তৃপক্ষ।
বাজার থেকে চড়া দামে সার্জিক্যাল গ্লাভস কেনার অভিযোগ উঠেছে এইমস কর্তৃপক্ষের বিরুদ্ধে। যার ফলে রাজকোষে ক্ষতি হয় কোটি টাকা। খবরে প্রকাশ, বিতর্কের সূত্রপাত ২০২৩ সালের মে মাসে। ৫৮ লক্ষ উচ্চগুণমানের পাউডার মুক্ত সার্জিক্যাল গ্লাভস কেনার টেন্ডার ডেকেছিল দিল্লি এইমস কর্তৃপক্ষ। মোট ৩৩টি সংস্থা সেই অনুযায়ী দরপত্র জমা দেয়। কিন্তু প্রাথমিক পর্যায়ে বাছাইয়ের পরে দু’টি ছাড়া বাকি সংস্থাগুলি বাদ পড়ে। তার মধ্যে থেকে একটি সংস্থার থেকে গ্লাভস কেনার জন্য ২০২৩ সালের ১৬ অক্টোবর চুক্তিবদ্ধ হয় হাসপাতাল কর্তৃপক্ষ।  চুক্তি অনুযায়ী ২১ টাকা ৫০ পয়সা দরে প্রতি জোড়া গ্লাভস সরবরাহের বরাত পায় ওই বেসকারি সংস্থাটি। আর এখানেই উঠেছে দুর্নীতির অভিযোগ। কারণ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেই হাসপাতালের কার্ডিওথোরাসিক অ্যান্ড নিউরোসায়েন্স সেন্টার (সিএনসি) একটি সরবরাহকারী সংস্থার থেকে অনেক কম দামে পাউডার মুক্ত উচ্চমানের সার্জিক্যাল গ্লাভস কিনেছিল। যার প্রতি জোড়ার দাম পড়েছিল ১৩ টাকা ৫৬ পয়সা।
একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই গ্লাভস কেনা নিয়ে হাসপাতালের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে একাংশও আপত্তি জানিয়েছিলেন। এমনকী টেন্ডার বাতিলের সুপারিশ পর্যন্ত করা হয়। কিন্তু তার পরেও নানা অজুহাতে হাসপাতাল কর্তৃপক্ষ সেই পথ মাড়ায়নি বলে অভিযোগ। শেষ পর্যন্ত বরাতপ্রাপ্ত সংস্থার থেকে ১৫ লক্ষ গ্লাভস কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় দিল্লি এইমস। যার প্রতি জোড়ার দাম স্থির হয় ২১ টাকা ৫০ পয়সা।
যার জল গড়ায় অনেক দূর পর্যন্ত। ২০২৩ সালের ডিসেম্বরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে এনিয়ে অভিযোগ জমা পড়ে। যার পরিপ্রেক্ষিতে ওই মাসের ২৮ তারিখ মন্ত্রক থেকে এইমস ডিরেক্টরকে চিঠি পাঠানো হয়। যেখানে গোটা ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। এক বছর অপেক্ষা করার পরেও কোনও উত্তর না মেলায় ২০২৪ সালের ১২ ডিসেম্বর ফের চিঠি পাঠায় স্বাস্থ্য মন্ত্রক। সেখানে আগের চিঠির কথাও উল্লেখ করা হয়। দিল্লি এইমস কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত সেই দ্বিতীয় চিঠিরও কোনও উত্তর দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
11h 11m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা