বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

হঠাৎ আমেরিকা সফরে বাণিজ্যমন্ত্রী, কারণ নিয়ে জল্পনা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিনা নোটিসে হঠাৎ মার্কিন সফরে পীযূষ গোয়েল! কেন তাঁর এই আমেরিকা যাত্রা, সেটা নিয়ে রহস্য ও জল্পনা তুঙ্গে। সরকারি সূত্রে বলা হয়েছে, দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা। তাহলে কি ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারি পর কোনও সমঝোতা আলোচানায় যাচ্ছে ভারত? নাকি ট্রাম্পের পক্ষ থেকে নতুন আমদানি শুল্ক ঘোষণার আগেই ভারত কোনও বিশেষ নিশ্চয়তা বা ছাড় আদায় করে নেওয়ার চেষ্টা করছে? ভারত কি ট্রাম্পর হুঁশিয়ারির প্রেক্ষিতে কিছুটা নরম হয়ে নিজের আমদানি শুল্ক কমানোর পথে হাঁটবে? কোনও প্রশ্নের উত্তর মিলছে না। তাই এই সফরকে ঘিরে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। গত মাসেই নরেন্দ্র মোদিকে পাশে দাঁড় করিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারত তাদের দেশে যে আমদানি শুল্ক ধার্য করবে, আমেরিকা পাল্টা একই ব্যবস্থা নেবে। অবশ্য শুধু ভারত নয়, গোটা বিশ্বই এখন অপেক্ষা করছে, কখন ট্রাম্পের নতুন শুল্কনীতি আসবে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মোদি এবং ট্রাম্পের বৈঠকেই আমেরিকা বুঝিয়ে দিয়েছে, ভারত যদি আমদানি শুল্ক না কমায়, তাহলে তারা যেন নিজেদের পণ্যের রপ্তানিতেও চড়া শুল্ক দেওয়ার জন্য যেন প্রস্তুত থাকে। এই চরম কূটনৈতিক চাপানউতোরের  পর, হঠাৎ বিনা নোটিসে ভারত সরকারের শিল্প বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সোমবার মার্কিন সফরে চলে গেলেন! তাঁর এরকম কোনও কর্মসূচি ছিল না। বরং দেশের নানাবিধ কর্মসূচি স্থগিত করেই আচমকা তাঁর এই বিদেশ সফর। বাণিজ্য মন্ত্রক থেকে বলা হয়েছে, আগামী ৮ মার্চ পর্যন্ত মন্ত্রীর সব কর্মসূচি স্থগিত। 
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব ঘিরে এখন বিশ্ব উত্তাল। জেলেনস্কির পাশে ইউরোপ।তৈরি হয়েছে দু’টি নতুন অক্ষ। যার একদিকে ইউরোপ অন্যদিকে, আমেরিকা-রাশিয়া-চীন। এই আবহে ভারত সরকার প্রথম সারির গুরুত্বপূর্ণ মন্ত্রীকে আমেরিকায় পাঠাল কেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। -ফাইল চিত্র
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা