বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

‘আপনি কুর্সি রাখতে না পারলে আমি কী করব?’, সিন্ধেকে খোঁচা অজিত পাওয়ারের

মুম্বই: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে দীর্ঘ টালবাহানা চলেছিল শাসক জোট মহাযুতির অন্দরে। দ্বিতীয়বার মহাযুতি জোট ক্ষমতায় আসার পর একনাথ সিন্ধেকে সরিয়ে মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফড়নবিশ। উপ মুখ্যমন্ত্রী হয়েই খুশি থাকতে হয়েছিল সিন্ধেকে। কিন্তু বিজেপি, সিন্ধেপন্থী শিবসেনা ও  অজিতপন্থী এনসিপির এই জোটে এখনও জট কাটেনি? রবিবারের একটি ঘটনায় সেই জল্পনাই ফের উস্কে দিয়েছে। 
রবিবার যৌথ সাংবাদিক বৈঠক করছিলেন ফড়নবিশ, সিন্ধে ও মহারাষ্ট্রের অপর উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। সেখানে ফড়নবিশকে পাশে বসিয়ে সিন্ধে মজা করে বলেন, ‘শুধু আমাদের দুজনের দায়িত্ব বদল হয়েছে। অজিত দাদা একই দায়িত্বে রয়ে গিয়েছেন।’ এরপর অজিতও পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি। তিনি সিন্ধের উদ্দেশে বলেন, ‘আপনি মুখ্যমন্ত্রীর কুর্সি ধরে রাখতে না পারলে আমি কী করতে পারি?’ সিন্ধে আর কিছু না বললেও অস্বস্তি গোপন করতে পারেননি। মহাযুতি জোট প্রথমবার মহারাষ্ট্রের ক্ষমতায় থাকাকালীন মুখ্যমন্ত্রী ছিলেন সিন্ধে। গত ডিসেম্বরে দ্বিতীয়বার জোট ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী পদে তিনিই ছিলেন দাবিদার। কিন্তু ফড়নবিশকেই মুখ্যমন্ত্রী করে জোটের বড় শরিক বিজেপি। তারপর থেকেই সিন্ধে ও ফড়নবিশের মধ্যে একাধিক বিষয়ে দ্বন্দ্ব সামনে এসেছে। মুখ্যমন্ত্রীর ডাকা একাধিক বৈঠকে দেখা যায়নি সিন্ধেকে। তবে রবিবারের বৈঠকে তিনি বলেন, ‘সব কিছু ঠান্ডা ঠান্ডা কুল কুল রয়েছে। আপনারা যতই ব্রেকিং নিউজ করুন, মহাযুতি ভাঙবে না। মহারাষ্ট্রের এই তীব্র গরমে কোনও ঠান্ডা যুদ্ধ করাই সম্ভব নয়।’ ফড়নবিশও বৈঠকে একসঙ্গে চলার বার্তা দেন।
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা