বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ঊর্ধ্বমুখী বিমানের ভাড়া, গাড়িতে কাশ্মীর আসার পরামর্শ ট্রাভেল এজেন্টদের

ফিরদৌস হাসান, শ্রীনগর: বসন্ত এসে গেছে...। এই সময় ভূস্বর্গের সৌন্দর্য উপভোগ করার সুযোগ হাতছাড়া করতে চান না ভ্রমণপিপাসুরা। প্রতি বছরের মতো এবারও পর্যটকদের ঢল নেমেছে কাশ্মীরে। হাসি ফুটেছে হোটেল ও রেস্তরাঁ ব্যবসায়ীদের মুখে। কিন্তু পর্যটকদের কপালে চিন্তার ভাঁজ চওড়া করেছে বিমানের টিকিটের চড়া দাম। সেজন্য সড়ক পথ বেছে নিচ্ছেন অনেকেই। এরফলে হয় বাড়তি ছুটি নিতে হচ্ছে, নাহলে কাটছাঁট করতে হচ্ছে ভ্রমণ সুচিতে।
কাশ্মীর ভ্রমণ সময়সাপেক্ষ। সেজন্য সময় বাঁচাতে অনেকেই ট্রেন ও গাড়ির পরিবর্তে ভরসা রাখেন আকাশপথে। এক্ষেত্রে সময় যেমন বাঁচে, তেমনই সড়কপথের ঝক্কি পোহাতে হয় না তাঁদের। বসন্তের ভরা মরশুমে দেশের বিভিন্ন শহর থেকে শ্রীনগরগামী বিমানের ভাড়া কয়েকগুণ বেড়ে গিয়েছে।  বছরের অন্যান্য সময়ে দিল্লি-শ্রীনগর বিমানের ভাড়া পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ টাকার মধ্যে ঘোরাফেরা করে। এখন সেই ভাড়া ১২ হাজার থেকে ১৪ হাজার টাকার মধ্যে ওঠানামা করছে। তবে রেকর্ড বৃদ্ধি পেয়েছে মুম্বই-শ্রীনগর রুটের ভাড়া। সোমবার টিকিটের দাম পৌঁছে যায় ২৭ হাজার টাকায়। তেমনি বছরের অন্য সময়ে কলকাতা থেকে শ্রীনগরের বিমানভাড়া ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে ওঠানামা করে। গত ২৪ ফেব্রুয়ারি যা ১৮ হাজার টাকা ছুঁয়েছিল। বিমানের এই ভাড়া বৃদ্ধির জেরে সমস্যায় পড়েছেন স্বল্প বাজেটের পর্যটকরা। তাঁদেরকে সড়কপথে আসার পরামর্শ দিচ্ছেন কাশ্মীরের ট্রাভেল এজেন্টরা। পর্যটন ব্যবসায়ী মমতাজ আহমেদ দার বলেন, এই সময় কাশ্মীরে প্রচুর পর্যটক আসেন। ভাড়া বৃদ্ধির কারণে অনেকই বিমানে আসতে পারছেন না। তাঁদের সড়কপথে আসার অনুরোধ জানাচ্ছি। জম্মু ও শ্রীনগর রোড সংস্কারের পর যাতায়াত আরও সহজ হয়েছে। কোথাও যানজট হচ্ছে বলে শুনিনি। গাড়িতে করে জম্মু থেকে মাত্র পাঁচ ঘণ্টায় পৌঁছে যাওয়া যাচ্ছে শ্রীনগরে। 
রোহন শর্মা নামে দিল্লির এক পর্যটক বলেন, বিমানের থেকে কমপক্ষে ৬০ শতাংশ কম খরচে সড়ক পথে আমরা কাশ্মীরে পৌঁছে গিয়েছি। একটি এসইউভি ভাড়া করে নিজেদের মতো করে উপভোগ করেছি ভূস্বর্গের সৌন্দর্য। ট্যুর অপারেটর উমর আহমেদ বলেন, সড়কপথে কাশ্মীর ভ্রমণের জন্য বিস্তারিত জানতে চেয়ে প্রচুর মানুষ আমাদের সাহায্য চেয়েছেন। তাঁদের খুশি করতে পেরে আমরা আনন্দিত। 
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা