বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

শর্ত দিয়ে রণবীরকে পডকাস্ট সম্প্রচারে সম্মতি আদালতের

নয়াদিল্লি: অবশেষে কিছুটা স্বস্তি পেলেন থানা-পুলিস, মামলা-মোকদ্দমার জালে নাস্তানাবুদ ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। সোমবার এক শুনানিতে তাঁর পডকাস্ট অনুষ্ঠান ‘দ্য রণবীর শো’ সম্প্রচারের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। তবে শর্ত দিয়ে শীর্ষ আদালত সাফ জানিয়েছে, শো সম্প্রচারের সময় যেন ‘নৈতিকতা ও শালীনতা’ বজায় থাকে। একই সঙ্গে আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রণবীরকে গ্রেপ্তারির উপরও রক্ষাকবচ দিয়েছে সর্বোচ্চ আদালত।
‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে অংশ নিয়ে অশালীন ও বিতর্কিত মন্তব্যের অভিযোগে দায়ের হয়েছিল রণবীরের বিরুদ্ধে। এরপরই এফআইআর খারিজের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। এদিন সেই মামলার শুনানিতে আদালতের কড়া ভর্ৎসনার মুখে পড়তে হয় তাঁকে। এদিন প্রথমে কেন্দ্রের তরফে সওয়াল করতে উঠে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ওই মন্তব্য শুধু অশালীনই নয়, বিকৃতমনস্কতারও পরিচায়ক। তাই রণবীরকে যেন কোনও অনুষ্ঠানই সম্প্রচার করতে যেন না দেওয়া হয়। আদালতকে তিনি বলেন, ‘আমি কৌতূহলের বশেই ওই শো দেখেছিলাম। এখানে কোনও মজা নেই। অশ্লীলতাও নেই। ওটা শুধুই বিকৃতমনস্ক। ওঁকে আরও কিছুদিন চুপ করিয়ে রাখা হোক।’ রণবীরের আইনজীবী তথা প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পুত্র অভিনব পাল্টা বলেন, তাঁর মক্কেলের একমাত্র উপার্জনের পথ হল ওই পডকাস্ট অনুষ্ঠান। তাছাড়া এই শোয়ের সঙ্গে আরও ২৮০ জনের রুটিরুজি জড়িয়ে রয়েছে। তাই আদালত যেন সবদিক বিবেচনা করে নির্দেশ দেয়। এরপর রণবীরকে ওই শো সম্প্রচারের অনুমতি দেয় বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ। কিন্তু, আদালত এও বলে, ‘আমরা কোনও নিয়ন্ত্রণ আরোপ করতে চাই না। কিন্তু, নৈতিকতা ও মতপ্রকাশের অধিকারের মধ্যে ভারসাম্য রাখাটাও জরুরি। হাস্য-কৌতুক এমন হবে যা গোটা পরিবার একসঙ্গে বসে উপভোগ করতে পারে। অশালীন ভাষা কারও ট্যালেন্ট হতে পারে না।’
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা