বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

না জানিয়েই মুছে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ার পোস্ট, কেন্দ্রকে সুপ্রিম-নোটিস

নয়াদিল্লি: ব্যবহারকারীকে না জানিয়েই ফেসবুক-এক্স থেকে মুছে দেওয়া হচ্ছে পোস্ট। এমনকী অ্যাকাউন্ট পর্যন্ত ‘ব্লক’ করে দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফের বাকস্বাধীনতা হরণের অভিযোগ উঠল মোদি সরকারের বিরুদ্ধে। কেন্দ্রের দিকে আঙুল তুলেই ২০০৯ সালের তথ্যপ্রযুক্তি অধিনিয়মের ২১ নম্বর বিধি বাতিলের আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। সোমবার শীর্ষ আদালত সেই আর্জি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল। কেন বিনা নোটিসে মুছে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ার পোস্ট— তা নিয়ে এবার নোটিস দিয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চাইল বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ ম্যাসির বেঞ্চ। পরবর্তী শুনানির আগেই জবাব দিতে হবে মোদি সরকারকে। 
এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল ‘সফ্টওয়্যার ফ্রিডম ল সেন্টার’। তাদের পক্ষে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিং। তিনি বলেন, ‘কাউকে না জানিয়ে তাঁর পোস্ট মুছে দেওয়া আসলে সাধারণ বিচার প্রক্রিয়ার নিয়মভঙ্গের শামিল। সরকার চাইলেই কোনও তথ্য মুছে দিতে পারে, আমরা সেটাকে চ্যালেঞ্জ করছি না। কিন্তু সেই পদক্ষেপ নেওয়ার আগে যিনি সেই তথ্য প্রকাশ্যে এনেছেন, তাঁকে একটা নোটিস দেওয়া উচিত।’ ইন্দিরার মতে, আইন অনুযায়ী এমন পদক্ষেপ নেওয়ার আগে পোস্টদাতা বা সোশ্যাল মিডিয়া সংস্থাকে নোটিস দেওয়া বাধ্যতামূলক। কিন্তু সরকার শুধু সংস্থাকেই বিষয়টি জানায়। সওয়াল শেষে বিচারপতি গাভাইও বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের মনে হয়, সমাজমাধ্যমের কোনও পোস্ট আপত্তিকর হলে যদি সেই পোস্টদাতাকে শনাক্ত করা যায়, তবে তাঁর কাছে নোটিস দিয়ে বিষয়টি জানানো দরকার। তারপর পদক্ষেপ করা উচিত।’
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা