বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

আবু ধাবিতে ভারতীয় মহিলার মৃত্যুদণ্ড কার্যকর

লখনউ: মেয়ের খোঁজ নিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বাবা। অবশেষে পেলেন তাঁর মৃত্যুর খবর। তাও আবার ১৬ দিন পর। শিশু হত্যার দায়ে উত্তরপ্রদেশের এক মহিলাকে ফাঁসির সাজা দিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহির আদালত। ইতিমধ্যে সেই সাজা কার্যকর হয়ে গিয়েছে। দিল্লি হাইকোর্টকে এমনটাই জানিয়েছে বিদেশ মন্ত্রক। গত ১৫ ফেব্রুয়ারি ৩৩ বছরের শাহজাদি খান নামে ওই মহিলাকে ফাঁসি দেওয়া হয়েছে। মেয়ের শারীরিক অবস্থা ও আইনি প্রক্রিয়া সম্পর্কে জানতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শাহজাদির বাবা সাব্বির খান। সোমবার অ্যাডিশনাল সলিসিটর জেনারেল চেতন শর্মা আদালতে জানিয়েছেন, আমিরশাহির ভারতীয় দূতাবাস গত ২৮ ফেব্রুয়ারি এই ফাঁসি সম্পর্কে জানতে পারে। সরকারিভাবে সেদিনই সেই তথ্য তাঁদের দেওয়া হয়েছিল। ভারত সরকারের তরফে শাহজাদির সাজা কম করতে অনুরোধও জানানো হয়েছিল। কিন্তু কর্ণপাত করেনি সেদেশের প্রশাসন। ২০২১ সালে আবুধাবি পাড়ি দেন শাহজাদি। ২০২২ সালের আগস্ট মাসে এক দম্পতির শিশুর দেখাশোনার দায়িত্বে ছিলেন তিনি।  কিন্তু ভ্যাকসিন নেওয়ার চারমাসের মধ্যে শিশুটির মৃত্যু হয়। শাহজাদির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন ওই দম্পতি। এরপর তাঁকে গ্রেপ্তার করে পুলিস। ২০২৩ সালের ৩১ জুলাই শিশু খুনের মামলায় তাঁকে ফাঁসির সাজা শোনায় আদালত। এরপর তিনি সাজা মুকুবের আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। তারপর থেকে আবুধাবির আল ওয়াহাবা জেলে বন্দি ছিলেন। আগামী ৫ মার্চ শাহজাদির শেষকৃত্য সম্পন্ন হবে।
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা