বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

‘রোহিত মোটা’, কংগ্রেসের কটাক্ষে উত্তাল দেশ 

নয়াদিল্লি: ‘রোহিত শর্মা খেলোয়াড় হিসেবে বেশ মোটা! ওঁর ওজন কমানো উচিত। টিম ইন্ডিয়ার এত নিষ্প্রভ অধিনায়ক আগে কোনওদিন দেখা যায়নি।’ রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান পাননি রোহিত। তারপরই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ‘মোটা’ কটাক্ষ করেন কংগ্রেস নেত্রী শামা মহম্মদ। তিনি আবার রাহুল গান্ধীর দলের মুখপাত্রও বটে। ফলে তেড়েফুঁড়ে নামতে দেরি করেনি বিজেপি। নেতা হিসেবে রাহুল গান্ধীর ব্যর্থতার প্রসঙ্গ টেনে গেরুয়া শিবিরের নেতারা পাল্টা বাউন্সার ছোড়েন কংগ্রেসকে। দু’পক্ষের ঠোকাঠুকিতে সোমবার দিনভর উত্তাল রইল রাজনীতির ময়দান। এমনকী ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও (বিসিসিআই) নামতে হয় আসরে। শামার মন্তব্যকে দুর্ভাগ্যজনক আখ্যা দেয় তারা। দেশের ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যেরও সাফ কথা, কংগ্রেস নেত্রীর এই মন্তব্য নিন্দনীয়।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব শেষ। বাংলাদেশ-পাকিস্তানের পর নিউজিল্যান্ডের মতো টিমও উড়ে গিয়েছে ভারতের সামনে। গ্রুপ পর্বে অপরাজিত থেকে মঙ্গলবার সেমিফাইনালে নামছে রোহিত শর্মা ব্রিগেড। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তার আগেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে ‘মোটা’ বলে কটাক্ষ! হিটম্যানের দক্ষতা, নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলায় দলের মুখপাত্রকে নিয়ে রীতিমতো ব্যাকফুটে কংগ্রেস। তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমে ওই পোস্ট মুছে ফেলার নির্দেশ দেওয়া হয় শামাকে। সেইসঙ্গে জানানো হয়, শামার মন্তব্য কোনওভাবেই দলের অবস্থানের প্রতিফলন নয়। পোস্ট মোছা হলেও বিতর্ক থামেনি। কারণ, কংগ্রেস নেত্রীর হয়ে স্টান্স নেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, ‘শামা ভুল কিছুই বলেননি। বর্তমানে রোহিতের যা পারফরম্যান্স তাতে অধিনায়ক কেন, ওঁর তো দলে থাকাই উচিত নয়। ভারত এখন জিতছে কারণ, বাকি ক্রিকেটাররা ভালো খেলছে। অধিনায়কের কোনও অবদানই নেই।’ যদিও শিবসেনা (ইউবিটি) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী পাশে দাঁড়িয়েছেন রোহিতের।
সৌগতবাবু ব্যাট চালানোর আগেই অবশ্য সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুতে তোলপাড় ফেলে দেয় বিজেপি। পদ্ম শিবিরের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা একটি পোস্টে বিরোধী দলনেতা রাহুলের ব্যর্থতার খতিয়ান তুলে ধরেন। সঙ্গে কটাক্ষ, ‘যাঁরা রাহুল গান্ধীর নেতৃত্বে ৯০টা ভোটে হেরেছেন, তাঁরা রোহিত শর্মার অধিনায়কত্বকে নিষ্প্রভ বলছেন! আমার মনে হয়, ওদের কাছে দিল্লিতে শূন্য ও ৯০টা ভোটে পরাজয় অত্যন্ত চিত্তাকর্ষক, কিন্তু টি-২০ বিশ্বকাপ জেতা নয়! মনে রাখা দরকার, অধিনায়ক হিসেবে রোহিতের রেকর্ড অত্যন্ত ঝলমলে।’ একই পথে হেঁটে বিজেপি নেতা অমিত মালব্যও বলেন, এই ঘটনা জাতীয় আইকনদের প্রতি কংগ্রেসের অবজ্ঞারই প্রতিফলন। চ্যাম্পিয়ন্স ট্রফির এই গুরুত্বপূর্ণ পর্বে ওরা টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের বডি শেমিং করছে। দলের মনোবলে আঘাত হানাই এর উদ্দেশ্য। রোহিতের পাশে দাঁড়িয়েছেন বিসিসিআই সচিব দেবজিত সইকিয়া। বলেছেন, ‘একটা গুরুত্বপূর্ণ আইসিসি টুর্নামেন্ট চলাকালে দায়িত্বশীল পদে থাকা কোনও ব্যক্তির এমন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘কংগ্রেস এবং তৃণমূলের উচিত খেলোয়াড়দের নিস্তার দেওয়া।’ 
সব মিলিয়ে হিট উইকেটের দশা কংগ্রেসের। দলের মিডিয়াও পাবলিসিটি বিভাগের প্রধান পবন খেরা বলেছেন, শামার মন্তব্য একান্তই তাঁর নিজস্ব। তা দলের অবস্থানের প্রতিফলন নয়। শামাকে শুধু পোস্ট মুছে ফেলতে নয়, ভবিষ্যতে সংযত থাকতে বলা হয়েছে। যদিও পিচ ছাড়তে নারাজ নেত্রী। তাঁর সাফ কথা, ‘আমার মনে হয়েছে, রোহিতের ওজন বেশি। আমি সেটাই বলেছি। এতে ভুল কী আছে?’
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা