কলকাতা

‘অল ইন ওয়ান’ ওয়াটার স্প্রিঙ্কলার, সাফাইয়ে নয়া পদক্ষেপ কলকাতা পুরসভার
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একদিকে ধোয়ানো হবে গাছপালা, অন্যদিকে রাস্তা। ৩৬০ ডিগ্রিতে ঘুরবে জল দেওয়ার ‘স্প্রে গান’। কার্যত ‘অল ইন ওয়ান’ ব্যবস্থা। এমনই সুবিধাযুক্ত চারটি গাড়ি প্রস্তুত করেছে কলকাতা পুরসভার নিকাশি বিভাগ। সংশ্লিষ্ট বিভাগের মেয়র পারিষদ তারক সিং বিশেষ উদ্যোগ নিয়ে গাড়িগুলি তৈরির ব্যবস্থা করেছেন। মূলত বেশ পুরনো পুরসভার নিজস্ব বেশ কিছু পুরনো গাড়ি পুনর্ব্যবহারযোগ্য করে তাতেই এই ধরনের ওয়াটার স্প্রিঙ্কলার বসানো হয়েছে। সম্প্রতি গাড়িগুলির কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিমও। গাড়িগুলি ইতিমধ্যে পুরসভার উদ্যান বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। 
পুরসভার হাতে ইতিমধ্যেই একাধিক ওয়াটার স্প্রিঙ্কলার, রাস্তা ধোয়ার গাড়ি, বাতাসে জল স্প্রে করার জন্য মিস্ট ক্যানন রয়েছে। তাহলে এই চারটি গাড়ি কোথায় আলাদা? তারক সিং বলেন, ‘এই গাড়ি সব কাজ একসঙ্গে করতে পারবে। বহু দূরে গাড়ি দাঁড় করিয়ে পাইপ টেনে নিয়ে গিয়ে জল দেওয়া যাবে। সেই ব্যবস্থা পুরসভার অন্যান্য গাড়িগুলিতে নেই। প্রায় ৫০ ফুটের পাইপ রয়েছে। একাধিক পাইপ লাগানো যাবে। ফলে দূরবর্তী স্থানও জল দিয়ে ধোয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।’ 
কর্তৃপক্ষ জনাচ্ছে, এই গাড়িগুলি দিয়ে একদিকে যেমন রাস্তা ধোয়ানো যাবে, পাশাপাশি ডিভাইডার কিংবা ফুটপাতের উঁচু গাছেও সহজেই জল দেওয়া যাবে। গাড়ির ট্যাঙ্কের একদম উপরে রয়েছে একটি বসার আসন। সেখানে বসে ৩৬০ ডিগ্রিতে ঘুরে ঘুরে জল স্প্রে করার সুযোগ থাকছে। লম্বা পাইপ থাকার কারণে বড় রাস্তায় গাড়ি রেখে ঘিঞ্জি গলিতে ঢুকেও প্রয়োজনে জল দিয়ে সাফাই করা যাবে। সেই সঙ্গে বহুতলের বাইরের দিক, পুরসভার বিভিন্ন ভবন, ফটক, রাস্তায় বসানো মূর্তি সহ অনেককিছুই জল দিয়ে ধুয়ে ফেলা সম্ভব হবে এই গাড়িগুলির সাহায্যে। 
3d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা