কলকাতা

আজ থেকে চলবে একগুচ্ছ স্পেশাল ট্রেন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে আজ শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত হাওড়া-ব্যান্ডেল এবং হাওড়া-বর্ধমান রুটে ছ’জোড়া স্পেশাল ট্রেন চলবে। বাড়তি ভিড়ের কথা মাথার রেখে বিশেষ এই ট্রেন চালাবে হাওড়া ডিভিশন। যাত্রাপথে লোকাল ট্রেনগুলি সমস্ত স্টেশনে থামবে। ৮ থেকে ১২ নভেম্বর হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেলের উদ্দেশে চার জোড়া স্পেশাল ট্রেন ছাড়বে। লোকালগুলি হাওড়া থেকে যাত্রা করবে যথাক্রমে বিকেল ৫টা ২০ মিনিট, সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট, রাত ৮টা ৩৫ মিনিট এবং রাত সাড়ে ৯টায়। পাশাপাশি আগামী কাল শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা চারদিন আরও একটি স্পেশাল ট্রেন হাওড়া থেকে রাত সাড়ে ১২টায় ব্যান্ডেলের উদ্দেশে রওনা দেবে। অন্যদিকে, ফিরতি রুটে শনিবার থেকে মঙ্গলবার এই চারদিন তিন জোড়া স্পেশাল ট্রেন ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশে ছাড়বে। ট্রেনগুলির সময়সূচি যথাক্রমে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট, রাত ৯টা ২০ মিনিট এবং রাত ৯টা ৫৫ মিনিট। হাওড়ামুখী আরও দুই জোড়া স্পেশাল ট্রেন ব্যান্ডেল থেকে যথাক্রমে রাত্রি ১টা এবং ২ টোয় ছাড়বে। একই সঙ্গে আগামী ৯ থেকে ১২ নভেম্বর আরও একটি আপ হাওড়া-বর্ধমান স্পেশাল হাওড়া থেকে রাত সোওয়া ১টায় ছাড়বে। অপরদিকে, ৮ থেকে ১২ নভেম্বর বর্ধমান-হাওড়া ইএমইউ স্পেশাল বর্ধমান থেকে রাত্রি সাড়ে ১০ টায় ছাড়বে।
এছাড়াও, আগামী মঙ্গলবার প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত একটি হাওড়া-ব্যান্ডেল-হাওড়া ইএমইউ স্পেশাল ট্রেন হাওড়া থেকে রাত ২টো ৩৫ মিনিটে ছাড়বে। ফিরতি রুটে হাওড়ামুখী স্পেশাল ট্রেনটি ওইদিনই ভোর ৪টের সময় যাত্রী নিয়ে ব্যান্ডেল স্টেশন থেকে ছাড়বে। এছাড়া, হাওড়া-মশাগ্রাম লোকাল (৩৬০৮৭) হাওড়া থেকে সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে ছাড়বে। আজ, ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বর্ধমান পর্যন্ত চালান হবে। একটি বর্ধমান-হাওড়া স্পেশাল ট্রেন একই দিনে রাত ১০টা ১০ মিনিটে  ব্যান্ডেল হয়ে বর্ধমান থেকে ছাড়বে। 
যাত্রীদের জন্য খারাপ খবর, আজ থেকে সোমবার পর্যন্ত মশাগ্রাম-হাওড়া (৩৬০৮৮) লোকাল ট্রেন বাতিল থাকবে। একই সঙ্গে ৯ থেকে ১২ নভেম্বর হাওড়া-বর্ধমান (০৩০৫১) লোকাল হাওড়া থেকে রাত ১টা ৫০ মিনিটে ছাড়বে। ডাউনে আজিমগঞ্জ-হাওড়া (০৩০০৪) প্যাসেঞ্জার স্পেশাল ব্যান্ডেল এবং হাওড়ার মধ্যে সব স্টেশনে থামবে। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা