কলকাতা

তারকেশ্বরের তালপুর যেন  মিনি চন্দননগর, এলাকায় সাজ সাজ রব

সংবাদদাতা তারকেশ্বর: চন্দননগরের নাম সবাই জানে। মিনি চন্দননগরকে চেনে ক’জন? জগদ্ধাত্রী পুজো এলে যেমন চন্দননগর চলে আসে শিরোনামে। তেমনই পাদপ্রদীপের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে মিনি চন্দননগরও।
চন্দননগর ছাড়াও রিষড়া, সিঙ্গুরে নজরকারা জগদ্ধাত্রী পুজো হয়। আর রয়েছে তারকেশ্বরের তালপুর গ্রামের জগদ্ধাত্রী‌। পুজোর রমরমার জন্য তালপুরকে মিনি চন্দননগর বলা হয়। ২৭ বছর আগে কালীপুজোর আগের দিন গ্রামের এক যুবকের মৃত্যু হয়েছিল এখানে। আকস্মিক দুর্ঘটনায় বন্ধ হয়ে যায় কালীপুজো। তারপর মৃতের স্মরণে জগদ্ধাত্রী পুজো শুরু হয়। ধীরে ধীরে সংখ্যা বাড়ে। এ বছর ১২টি পুজো হচ্ছে। জাঁকজমকের কারণে দূরদূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। 
গ্রামের নজরকাড়া পুজোগুলির অন্যতম তালপুর বাঁশতলা। ২৭ বছর বয়স হল এ পুজোর। এবার একটি মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। তালপুর দক্ষিণপাড়া স্মরণিকা সঙ্ঘের পুজোও নিয়েও মাতামাতি রয়েছে। এখানকার প্রধান আকর্ষণ প্রতিমা। বিশাল উচ্চতার প্রতিমা দেখতে ভিড় করে বহু মানুষ। তালপুর দক্ষিণপাড়া সর্বজনীন এ বছর ১৭তম বর্ষে পদার্পণ করেছে। উদ্যোক্তারা প্রতিবছর বৃদ্ধ-বৃদ্ধাদের গ্রামের বিভিন্ন মণ্ডপে প্রতিমা দর্শনের বিশেষ ব্যবস্থা করে। এ বছরের সবথেকে আকর্ষণীয় মণ্ডপ হয়েছে অধিকার পরিবারের বলে দাবি। দ্বিতীয় বছরে পদার্পণ করেছে এই পুজো। পুজোর থিম, সাধনা। সাংসারিক জীবন থেকে সাধনার জগতে প্রবেশের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জায়। নদীয়ার কৃষ্ণনগরে তৈরি প্রতিমা সকলকে মুগ্ধ করবে। উদয় সঙ্ঘের পুজোর থিম, বুনন। গামছা সহ হস্তশিল্প সামগ্রী দিয়ে তৈরি মণ্ডপ। জাগরণী সঙ্ঘের পুজো ২৫ বছরে পা দিয়েছে। থিম, সিদ্ধিধাত্রী। জগদ্ধাত্রীর আর এক নাম সিদ্ধিধাত্রী। এর অর্থ জগতের রক্ষাকর্তা। ক্লাবের সদস্যরা নিজেরাই তৈরি করেছেন প্যান্ডেল। তারকেশ্বর পুরসভা এলাকায় নতুন বাজারে আগন্তুক সঙ্ঘের পুজোর থিম ডিজনিল্যান্ড। ২৩তম বর্ষে পা দিয়েছে তারা। শহরকেন্দ্রিক এই পুজোতে এ বছর শিশুদের জন্য আকর্ষণীয় করে তোলা হয়েছে। দীর্ঘদিন থেকেই তালপুরের জগদ্ধাত্রী পুজোর জনপ্রিয়তা রয়েছে তারকেশ্বর সহ পাশাপাশি বেশ কয়েকটি ব্লকে। এ বছরও বহু মানুষের সমাগম হবে বলে দাবি উদ্যোক্তাদের। 
21h 21m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে বা ব্যবসায়িক ক্ষেত্রে আকস্মিক বাধায় বিচলিত হতে পারেন। আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৪ টাকা৮৫.১৮ টাকা
পাউন্ড১০৭.০২ টাকা১১০.৭৯ টাকা
ইউরো৮৮.৮৫ টাকা৯২.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা