কলকাতা

উলুবেড়িয়ায় অগ্নিদগ্ধ বাড়িতে ফরেন্সিক দল

সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়ার গঙ্গারামপুরে বাড়িতে বাজি পোড়ানোর সময় অগ্নিদগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। ওই ঘটনার ছ’দিন পর বৃহস্পতিবার ঘটনাস্থলে এল ফরেন্সিক দল। এদিন দুপুরে ফরেন্সিক বিশেষজ্ঞদের তিন সদস্যদের দল ওই বাড়ির বেসমেন্টে যে ঘরে আগুন লেগেছিল, সেখান থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। পরে ওই বাড়ির লাগোয়া মুদিখানা থেকেও বিভিন্ন সামগ্রীর নমুনা নেন। তাঁরা ওই বাড়ির দোতলায় গিয়েও তদন্ত করেন। পরে বাড়ির মালিকের সঙ্গে কথা বলেন তাঁরা। ফরেন্সিক দলের কর্তা দেবাশিস সাহা বলেন, পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তা ল্যাবরেটরিতে পরীক্ষার পর আগুন লাগার সঠিক কারণ জানা যাবে। এদিন তদন্ত শেষ করে ফরেন্সিক দলের সদস্যরা চলে গেলে ফের ওই বাড়িটি সিল করে দেয় পুলিস। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা বলেন, ফরেন্সিকের ছাড়পত্র পাওয়ার পর ওই বাড়িতে বসবাসের অনুমতি দেওয়া হবে। ফরেন্সিক তদন্ত নিয়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, অনেকে অনেক কথা বলছেন। তবে ফরেন্সিক রিপোর্ট এলে আগুন লাগার প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় গঙ্গারামপুরে বাড়ির ভিতরে বাজি পোড়ানোর সময় অগ্নিদগ্ধ হয়ে তিন শিশুর মৃত্যু হয়। তাদের বাঁচাতে গিয়ে এক কিশোরীও মারাত্মকভাবে পুড়ে যায়। বুধবার একটি সরকারি হাসপাতালে ওই কিশোরীর মৃত্যু হয়। 
25d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা