কলকাতা

মোহভঙ্গ! হাতে গোনা কয়েকজন মহিলাকে নিয়ে থানায় ডেপুটেশন দিলেন রেখা পাত্র

সংবাদদাতা, বসিরহাট: হাতে গোনা কয়েকজন আন্দোলনকারীকে নিয়ে সন্দেশখালি থানায় ডেপুটেশন দিলেন রেখা পাত্র। বুধবার হাড়োয়া বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের প্রচারে এসে রাজ্যের মন্ত্রী ববি হাকিম রেখা পাত্র সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তার প্রতিবাদে বৃহস্পতিবার সন্দেশখালি থানায় ডেপুটেশন দিতে অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। কিন্তু দেখা গেল মাত্র কয়েকজন মহিলাকে নিয়ে সেই ডেপুটেশন দিলেন রেখাদেবী। আগে রেখাদেবী সন্দেশখালিতে কোনও আন্দোলনের ডাক দিলে ঝাঁকে ঝাঁকে মহিলারা ঘর থেকে বেরিয়ে আসতেন। কিন্তু সেই স্থানীয় বাসিন্দারাই এখন বলছেন, রেখা পাত্র তথা বিজেপি সম্পর্কে মোহভঙ্গ হয়েছে আমাদের। সন্দেশখালিতে মিথ্যা গুজব ছড়িয়ে বেশি দিন আন্দোলনকারী মহিলাদের ধরে রাখতে পারেনি বিজেপি। 
অশান্তির পর একটা সময় গ্রামবাসী সহ মহিলারা দুর্নীতিপরায়ণ নেতাদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। অবরোধ-আন্দোলনে একপ্রকার থমকে গিয়েছিল সন্দেশখালি। সেই আন্দোলনের লাভ ঘরে তুলতে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয় সন্দেশখালির রেখা পাত্রকে। ভোটের আগে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে সরাসরি কথাও বলেছিলেন রেখাদেবীর সঙ্গে। পাকা ‘সার্ফার’-এর মতো প্রত্যাশার সেই ঢেউয়ের মাথায় চড়ে বসেছিল বিজেপি। কিন্তু লোকসভা ভোটে এই কেন্দ্রে হার সহ রাজ্যে আশানুরূপ ফল না হওয়ায় সেই ঢেউ বাস্তবের কঠিন মাটিতে আছড়ে পড়ে। এলাকাবাসীদের অভিযোগ, ভোটের পর বিজেপি প্রার্থী রেখাদেবীকে আর সন্দেশখালিতে দেখা যায় না। তিনি সন্দেশখালির মানুষের খোঁজখবরও নেন না। এর ফলে ঝাঁকে ঝাঁকে আন্দোলনকারী বিজেপি ছেড়ে অন্য দলে চলে গিয়েছেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন রেখাদেবী। তিনি বলেন, আমি সন্দেশখালিতে সব সময় আসি। সন্দেশখালির মানুষের খোঁজখবরও নিই।
এই বিষয়ে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত বলেন, লোকসভা ভোট মিটতেই সন্দেশখালি ছেড়ে চলে যান রেখা পাত্র। এরপর সন্দেশখালির মহিলারা বুঝতে পারেন, সন্দেশখালি নিয়ে বিজেপির সেই আন্দোললেন মূল ভিত্তিই মিথ্যা আর গুজব। তাই ফের আমাদের দলে ফিরে এসেছেন আন্দোলনকারী মহিলারা। আমাদের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের কাজে শামিল হয়েছেন।  নিজস্ব চিত্র
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা