কলকাতা

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক! দেওয়া হল হাইজ্যাক করারও হুমকি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইড্রোজেন বোমা দিয়ে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল কলকাতা বিমানবন্দরে। আজ, সোমবার কলকাতা বিমানবন্দরের ই-পোর্টালের ল্যান্ডলাইন নম্বরে এই হুমকি ফোনটি আসে। পাশাপাশি, মাঝ আকাশে বিমান হাইজ্যাক করারও হুমকি দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, আজ সকাল ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরের সিকিউরিটি চেকিংয়ের পোর্টালের ল্যান্ড লাইনে একটি ফোন আসে। তাতে বলা হয়, কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে একটি বিমান হাইজ্যাক করা হবে। এরপর কিছুক্ষণ পরই ফের একটি ফোন আসে। এবার বলা হয় বিমানে হাইড্রোজেন বোমা রাখা হয়েছে। বড়সড় দুর্ঘটনা ঘটতে চলেছে। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় কলকাতা বিমানবন্দর চত্বরে। পাশাপাশি এদিন হুমকি ফোন আসার পরই তড়িঘড়ি সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। জারি করা হাই অ্যালার্ট। সুরক্ষা এজেন্সিদের সতর্ক করা হয়। এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ আধিকারিকরাও দফায় দফায় মিটিং করেন। উচ্চ পর্যায়ের বৈঠক ডাকে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিআইএসএফ। সেখানে ছিলেন পুলিসের উচ্চপদস্থ আধিকারিকরাও। প্রায় ২ ঘণ্টা চলে এই বৈঠক। অন্যদিকে, যে নম্বরটি থেকে উড়ো ফোনটি এসেছিল সেটি কোথাকার তা জানতে শুরু হয়েছে তদন্ত। এছাড়া এই ঘটনায় কে বা কারা জড়িত সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন তদন্তকারীরা।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা