কলকাতা

‘আধার ছাড়াই মিলবে গ্যাস সিলিন্ডার!’ 

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ‘আধার ছাড়াই কিনতে পারবেন গ্যাস সিলিন্ডার’-দোকানের বাইরে হাঁকডাক করে খদ্দের ডাকছেন দোকানদাররা। পথ চলতি মানুষ তা শুনে ভ্যাবাচ্যাকা।
ব্যাপারটি কী? জানতে উঁকি দোকানে। সেখানে তাকে সারি সারি সাজানো গ্যাস সিলিন্ডার। দোকানদারকে প্রশ্ন করার পর তিনি উত্তর দিলেন, ‘এখানে সিলিন্ডার নিতে আধার লাগে না। বাড়ি নিয়ে গেলে দুম করে ফাটবে।’ কালীপুজো চলে এসেছে। চম্পাহাটির হাড়ালে বাজির বাজারে ভিড় বাড়ছে। সেই ভিড়ে দোকানে দোকানে সিলিন্ডার বাজি নজর কাড়ছে। চড়কি, তুবড়ি, ফুলঝুরি ছাড়াও নতুন নতুন বাজির দিকেই নজর সব ক্রেতার। চম্পাহাটির বাজি বাজারে বহু নতুন ও বাহারি বাজির সম্ভার এখন গেলেই চোখে পড়বে। 
হাড়ালে বাজার ঘুরে দেখা গিয়েছে, কোথাও রয়েছে ‘ডাইনোসর বাজি’। কেউ বিক্রি করছেন ‘গোল্ডেন লায়ন অথবা ডাক বাজি’। কয়েকটি দোকানে ‘সি হর্স এবং বন্দুক বাজি’ দেখা গিয়েছে। এসবের বাইরে আর একটি বাজি খুব নজর কেড়েছে। সেটা হল ‘হ্যান্ড শট’। সোমনাথ নস্কর নামে এক বিক্রেতা বললেন, ‘এটি হাতে নিয়ে ফাটানো যাবে। দেখতে একটা মিসাইলের মত। নীচের অংশে ধরার জায়গাও রয়েছে। উপরের দিকে আগুন দিলে একনাগারে ২৮৮টি শট বেরবে।’ 
তবে সিলিন্ডার বাজি এবার আকর্ষণের কেন্দ্রে। ব্যবসায়ী কমল ঘোষাল বললেন, ‘এবারে সিলিন্ডার হচ্ছে অন্যতম চমক। মানুষ এসে এই বাজি দেখে কিনতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে।’ তিনি জানান, আরও অনেক নতুন বাজি এসেছে মার্কেটে। সেগুলি মূলত তুবড়ির বিভিন্ন ধরন। যেমন ডাইনোসর বা সি হর্স। প্রাণীর ছবি দেওয়া বাজি। মুখ দিয়ে তুবড়ির মত আগুনের ফুলকি বেরয়। বন্দুক বাজি যেমন দেখতে একেবারে বন্দুকের মতো। সেটির নলের মুখে আগুন দিলেই গলগল করে ফুলকি বেরবে। এর বাইরে সেন্টিমিটার লম্বা ফুলঝুরিও দেখা যাচ্ছে দোকানগুলিতে।
কালীপুজো আসতে আর মেরেকেটে ১০দিন। কিন্তু তার ঠিক আগে ঘুর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে। দুর্যোগের কথা মাথায় রেখে ক্রেতারা আগাম বাজি কিনে নিয়ে যাচ্ছেন বলে জানালেন ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, প্রতিবার কালীপুজোর তিন-চারদিন আগে ভিড় বেশি হতো। কিন্তু এবার অনেক আগে থেকে লোকজন আসতে শুরু করেছে। কিছু মানুষ দুর্গাপুজো মেটার পরপরই এসে বাজি কিনে নিয়ে গিয়েছেন। রাজ্যের অন্যত্র কাঁচামালের দাম বৃদ্ধি, ঘূর্ণিঝড় ইত্যাদি কারণে বাজির বাজার মন্দা যাওয়ার উপক্রম হয়েছে। তবে এখনও পর্যন্ত চম্পাহাটিতে বিক্রি আশানুরূপ। ফলে হাসিমুখ বিক্রেতাদের। খুশি ক্রেতারাও। 
8h 8m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা